| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগিং করবো কেন?
আমি ব্লগে পোস্ট দিব কেন?
আমার ব্লগিং করে কি লাভ?
উত্তর চাই, উত্তর তোমায় দিতেই হবে।
আমায় চিনতে পারছো তো??
লেখোয়াড়
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
লেখোয়াড়. বলেছেন: ওই মিয়া ব্লগে হাপনের বয়স কুতু?
আমারে গিয়ান দিছানে??
২|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চলেন ফাইট শুরু করি!!!!![]()
ছড়ায় ছড়ায় ফাইট...
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
লেখোয়াড়. বলেছেন: ফাইট!!!!
ফাটাইয়া দিবেন নাহি?
৩|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭
শাহিন-৯৯ বলেছেন:
আমরা নতুন প্রশ্নতো আমরা করব। আপনি সামুর পুরানো ঝান্ডা উত্তরতো আপনারই দিবেন নাকি।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০০
লেখোয়াড়. বলেছেন:
চিনসেন তাইলে!!
আহেন কুলাকুলি করি।
৪|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৩
শাহিন-৯৯ বলেছেন:
ভাইরে কোলাকুলিতে এখন বড্ড রিস্ক। যদি ----- ফাইয়া দেন, আমার বউডাতো বিধবা হইবেক।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫
লেখোয়াড়. বলেছেন: আপনে বিয়া করসেননি, তাইলে আপনের লগে খেলুম না। যাইগা।
তয় আপনারে খালি মাঠ দিমু না।
৫|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ২০১৪ সালের পর ২০১৮ তে এসে একি কথা!!!
চমক? নাকি দারুন প্রত্যাবর্তনের আভাস
ফিরে আসুন নির্ভেজাল ভালবাসায়! লাভালাভের হিসেবে কি আর জীবন চলে
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৭
লেখোয়াড়. বলেছেন:
হে বিদ্রোহী, আমারে মনে রাখছেন!!!
কুনো রাগ-টাগ নাই তো?
পুরানোরা দেহি অনেকেই নাই।
৬|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকে চিনতে পেরেছি। কেমন আছেন?
ব্লগিং করবেন কারণ, আমরা করি, ওরা করে, তারা করে, উনিরা করেন, তিনিরা করেন!
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২
লেখোয়াড়. বলেছেন:
হে হে হে ..... কথা-কথি-কেথি-কথন!!
ব্লগিং করবেন কারণ, আমরা করি, ওরা করে, তারা করে, উনিরা করেন, তিনিরা করেন!
আরে এইডা তো আমিও জানি, নতুন কি আছে, নতুন কিছু বলেন।
৭|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লক্ষ স্বর্ণ মুদ্রা দামের প্রশ্ন করেছেন। তবে এর কোন উত্তর আমার জানা নেই।
০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৩
লেখোয়াড়. বলেছেন: কঠিন প্রশ্ন?
৮|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
নতুন কিছু জানি না। তবে লেখালেখির যোগাযোগ মস্তিষ্কের জন্য স্বস্থিদায়ক।
০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৮
লেখোয়াড়. বলেছেন: নতুন কিছু কন।
লেখালেখির যোগাযোগ মস্তিষ্কের জন্য স্বস্থিদায়ক............ হেউডা আমিও জানি।
৯|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনাকে আমি কেন মন্তব্য করবো?
কেন?
কেন?
কেন?
আপনি আবার কখন ডুব মারবেন?![]()
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
লেখোয়াড়. বলেছেন: ডুব মারি নাই। ডুবে ছিলাম।
১০|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪
শাহারিয়ার ইমন বলেছেন: কঠিন প্রশ্ন ,তবে ব্লগিং করলে একটা কমিনিঊটি পাওয়া যায় আড্ডা দেয়ার জন্য
১১|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
ইয়ে মানে হুক্কা হবে ভাই?
১২|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি! চোখে দেখছি কি
ভুলচুক নয়তো;
কিবা হলো?কেমন আছো
মনে কত ভয়তো।
ভেবে ভেবে হয়রান
মনে কত শন্কা;
কেনোইবা হলে গুম
এভাবে আচমকা?
সেই শেষ দিয়ে গেলে
বিয়েখানি শায়মার;
সেই পাপে বর তার
আজো রোজ খায় মার।
গেমুটার হলো পাইলস
ভৃগু করে নেশারে;
জুনাপুর চোখে ছানি
কেঁদে খোয় দিশারে।
লিটনদা এরি মাঝে
করে বিয়ে আরো দুই;
সোহানিপু মোটামুটি
সত্তর ছুঁই ছুঁই।
সাদা ভায়া অবিরাম
ছুটে চলে বেড়িয়ে;
জিএস'দা মিইয়ে গেছে
চলে লোক এড়িয়ে।
প্রামানিকও লিখে কম
হেনাদা'টা আলসে;
মায়া আজো ভারি বদ
চালে কূট চাল সে।
মনিরা'পু ঢঙে গেছে
শায়মারে ছাপিয়ে;
চাঁদকাকু কিং হেথা
চলে সামু দাপিয়ে।
এভাবে সামুতে হায়
কত জল গড়ালো;
আমি সেই অগা আছি
আজো লিখি ছড়া'লো।
১৩|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৭
সনেট কবি বলেছেন: # ব্লগার হতে হলে ব্লগিং করতে হয় সে জন্য আপনি ব্লগিং করবেন।
# পোষ্ট না দিলে লোকেরা আপনার ব্লগে কোন মন্তব্য করতে পারবেনা আপনার ব্লগে তাদের মন্তব্য করার জন্য আপনি ব্লগে পোষ্ট
দিবেন।
# ব্লগিং করে আপনার লাভ অন্তত এ সময় আপনি কোন কূ-কাজ করে জেলে যাবেন না।
# আপনাকে না চিনার কোন কারণ নেই। কারণ আপনি একজন পাকা খেলোয়াড়। খটকা-মটকা প্রশ্ন জুড়ে আপনি ব্লগারদের মাথা
হেঁট করে দেন।
১৪|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৯
শায়মা বলেছেন: কি করি ভাইয়া তুমি
আরও কিছু জানোনা
সত্যের তলে ছাপা
অজানা সে ঘটনা!
বিয়ে দিয়ে লেখোয়াড়
হয়েছিলো পাখিভাই
তারপর থেকে তার
হদিসটি আর নাই।
শুনেছিনু মেরা হাসব্যান্ড
তারে খুঁজিছেন
মালিকা হামিরা নাকি
আমি তাহা বুঝিছেন!
আমি জানি আসলটা
কিয়া ছুঁপা শয়তান-
সুযোগটা পেলে করে
আমা বড়া বদনাম!
কিন্তু সে বুঝে নাকো
খুঁজেছিলো পাখিভাই
লেখোয়াড় ভায়া ভয়ে
পালিয়েছিলো যে তাই!
এইবার পাইয়াছি
আজ তোমা এখানে
যাই গিয়ে দেখে আসি
খবর কি সে জানে!
তোমা তরে তার নাকি
তোলা আছে বন্দুক
টারগেট মিস হবেনা
নো করিবে ভুলচুক!
১৫|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫
ভাইয়ু বলেছেন: ঠিকমত ঘুম হচ্ছেনা? বোরিং কোন লেখা পড়তে পড়তে ঘুমাইয়া যাওয়ার জন্য ব্লগিং করতে পারেন ৷
জ্যামে আটকাইয়া আছেন? ব্লগে ঢুইকা সুন্দর কোন গল্পে ডুব মাইরা সময় কাটাইয়া দেওয়ার জন্য ব্লগিং করবেন ৷
ফেসবুকে সরকাররে গালি দিলে ছাত্রলীগের পিডা খাওনের ভয়? ব্লগে আইসা খেলোয়াড় নিক দিয়া ওদের খেলে দেওয়ার জন্য ব্লগিং করবেন ৷
মাথার মধ্যে তিন বছর ব্লগিং করার পর "ব্লগিং কেন করবো" টাইপ উদ্ভট প্রশ্ন আসে? ব্লগে আইসা এমন প্রশ্নগুলা লিখার জন্য হইলেও ব্লগিং করবেন....
১৬|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ব্লগিং করতে হবে
১৭|
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬
কলাবাগান১ বলেছেন: আপনার নিক নিয়ে আমি কয়েকবার লিখেছি...দারুন এপ্রপ্রিয়েট
১৮|
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৬
মনিরা সুলতানা বলেছেন: লেখোয়ার কে যে লিখতে হবে , তাই লিখুন, ব্লগিং করুন ![]()
ওয়েলকাম ব্যাক!
১৯|
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: মনের দুঃখ কষ্ট আশা পাওয়া না পাওয়া স্বপ্নের কথা লিখে ফেলুন।
২০|
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানিনা আর জানতেও চাইনা কিন্তু এখানে আপনাকে লিখতে হবেই এইযে একটা আবদার করলাম,হের লেইগ্গাই আপনারে
ব্লগীং করতে হইবে। ![]()
২১|
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬
সজল_ বলেছেন: প্রথম পাতায় এপ্রুভ করতে কতোদিন লাগে ?
২২|
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগ থেকে গুম হইয়া গেলেন কই?
আমিতো ভাবছিলাম জীবন চিল্লায় চইলা গেছেন। ![]()
২৩|
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরে এসে এ কি প্রশ্ন ?
২৪|
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৫
সাাজ্জাাদ বলেছেন: ভালো।
২৫|
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২
সুমন কর বলেছেন: আমি কিন্তু আপনাকে চিনি এবং মনে আছে। আমাকে, আপনার মনে আছে?
আমাদের সাথে থাকার জন্য ব্লগিং করুন.......
২৬|
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫
ল বলেছেন: তবে খেলা হোক?
২৭|
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: পুরান আইডি আর পান্নি???
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মনের আনন্দের জন্য করতে পারেন। এ ছাড়া অন্য কোন উদ্দেশ্য থাকলে তা পূরণ হবার সম্ভাবনা কম।