নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দিতা

মোবারক হুসেন

চাকরী-এন।জি।ও সেক্টর-এমকম

মোবারক হুসেন › বিস্তারিত পোস্টঃ

মা

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০



স্নেহ মমতায় জড়াজড়ি করি
প্রথম চেনালো যে ভালবাসা
পষ্ট হলে মুখের ভাষা
নামের মাঝে শত সুধা
কেঁদে কেঁদেই চিনে ছিলাম
মায়ের হাসি মুখ।
করম থেকে ফিরি যখন
ক্লান্ত দেহ যত
তোমার মুখের একটু হাসি
সারিয়ে তুলে মনের শত ক্ষত।
মাগো তোমায় মমি করে
রাখবো আমার বুকে
তোমার তৈরী র্স্বগটাতে
থাকবো আমি সুখে।
মাগো তুমি একটি
দাওনা আমায় বলে,
ভালবাসার মহা সিন্ধু
কোথায় তুমি পেলে।
আমার মাঝে এই পৃথিবী
তোমার হাতে গড়া,
নিত্য সেথায় চাদের আলো
তুমি ধ্রব তারা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

রাজিব হোসেন পানি বলেছেন: ভালো লেখার চেষ্টা

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায় । মায়ের নামটি মুখে নিলে শান্তি পাওয়া যায় ।*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.