![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।
আজকে অফিস থেকে সবাইকে জাতীয় পতাকা উপহার দিয়েছে। জীবনে অনেক উপহার পেয়েছি কিন্তু আজকেরটা সত্যিই অন্যরকম লাগছে।
স্বাধীনতা মানে এক চেতনা, মুক্ত প্রান, স্বাধীনতা মানে মায়ের ঘুম পাড়ানি গান।
স্বাধীনতা মানে বুকের ভেতর জ্বলা আগুন। স্বাধীনতা আমার অনেক রঙ্গে রঞ্জিত এক ফাগুন।
স্বাধীনতা আমার সপ্নে দেখা, স্বাধীনতা আমার পদ্যলেখা।
স্বাধীনতা আমার ছবি আঁকার রংতুলি, স্বাধীনতা আমার ভালোলাগা গানগুলি।
স্বাধীনতা মানে একুশ, বুকের রক্ত ঢেলে দেওয়া, স্বাধীনতা মানে মাতৃভাষার কথা বলা, সেই ভাষাতেই গান গাওয়া।
স্বাধীনতা মানে একাত্তর , যুবকের বুকে গ্রেনেড বাঁধা, স্বাধীনতা মানে রক্ত ঝরা লড়াই, মেশিনগানের গুলিতে সুর সাধা।
এই স্বাধীনতার জন্য সবুজ চাদের জড়ানো আমার দেশ হয়েছিলো লাল। তাইতো আমারা পেয়েছি এক স্বাধীন সকাল, স্বপ্ন দিয়ে আঁকা, এক পতাকা।
আমার পতাকা, আমার স্বাধীনতা।
(সংগৃহীত)
কুষ্টিয়ায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপি লালন স্মরণোৎসব।
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
রফিকুজজামান লিটন বলেছেন: একটা বেসরকারি মোবাইল কোম্পানিতে জব করি। আপনাকেও ধন্যবাদ ।
২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
যীশূ বলেছেন: পতাকাটা কই?
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
রফিকুজজামান লিটন বলেছেন: ভাই পতাকাটা প্যাকেটের মধ্যে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
কাউসার রানা বলেছেন: ভাই আপনার কোম্পানীর নামটা বলেন ?
ধন্যবাদ তাদের যারা এই কাজটি করেছে।