নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানী Examiner আর আমার মজা নেওয়া। পাকি প্রেমিকরা দূরে যাও।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

আমার ডাইভিং টেস্ট নেয়ার দায়িত্ব পড়ছে এক পাকিস্তানের কাছে।পাকিস্তানিটা দেখতে অনেকটা স্থুলকার সেই সাথে অনেক লম্বা, এককথায় বিশাল দেহের অধিকারী। আমি ডাইভিং করছি আর সে পাশে বসে বলছে লেফট যাও..., রাইট যাও..., লেন পরিবর্তন কর...।



কথাগুলো বলছে উর্দুতে, আমি তাকে বিনয়ের সাথে ইংরেজিতে কথা বলার জন্য অনুরধ করছি।[আমি যে উর্দু বুঝতে পারছি না তেমনটি নয়, কিন্তু উর্দু শুনতে কেমন যেন ঘিন ঘিন লাগছে। সে যে ইংরেজি বলতে পারে না তাও নয়। আগের পরীক্ষাথির(ব্রিটিশ)সাথে ইংরেজিতে কথা বলছে]। আমি বলার পরও উর্দুতে কথা বলেই যাচ্ছে।আমি তাকে দ্বিতীয় বার অনুরধ করলাম। এরপর সে দেখি চরম রেগে যেয়ে বলছে তুমি হিন্দি জান ? আমি বললাম জানি। তাহলে তো তোমার উর্দু বুঝার কথা। আমি বলছি উর্দু বুঝি না। সে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। সে দেখছি আমার ছোট খাট ভুলে চিল্লাইয়ে কথা বলা শুরু করছে।[যাক এবার উর্দু ছেড়ে ইংরেজিতে বলা শুরু করছে।]ওর রাগ দেখতে আমার ভালই লাগছে। আমি ধরেই নিয়েছি আজ ফেল করব সো একটু মজা নিয়ে নেই। রাগী মানুষকে রাগাতে আমার আবার উৎসাহের কোন কমতি থাকে না। :) :P



কথা বলতে বলতে আমার গাড়ি সামান্য ওভারস্পিডে চলছে। সে তাচ্ছিল্যর সুরে বলছে এটা কি বাঙ্গালি রাস্তা পেয়েছ? বলেই অট্রহাসি হাসছে।“আমি বলছি দেখো আমাদের রাস্তায় তো তোমাদের মতো গাড়ি বোমা, তালেবানি হামলা হয়না। আমরা খুব সাচ্ছন্দে আমাদের রাস্তায় গাড়ি চালাই।“ এটা শুনার সাথে সাথে তেলে বেগুনে চেতে গেছে। আমার আনন্দের মাত্রা যেন দিগুণ হয়ে গেছে। সে আমারে বিভিন্ন রাস্তায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে আর ভুল ধরার চেষ্টা করছে। এবার সে পারকিং করতে বলায় আমি পারকিং করছি। একটু ক্লোজলি পারকিং করায় তার ডোর ফুল খুলতে পাড়ছে না কিন্তু আমাদের মতো মানুষ সহজেই বাহির হতে পারবে।এটা নিয়ে সে অনেক বেশি বক বক করে যাচ্ছে। আমি বলছি “সরি আমি তোমার শরীরের কথা ভুলেই গেছিলাম”। এটা শুনার পর তার চেহারা পুরা দৈত্য আকার ধারন করছে। আমি মনে মনে বলি রেগে লাভ নাই এটা পাকিস্তান না।



যথারীতি ফেল করে নতুন করে টাকা জমা দিয়ে বাসে উঠছি বাসায় ফেরার জন্য। পাশের সিটের জন জিগায় আপনের নাম কি দেশ কোথায়? পরিচয় পর্বে জানতে পারলাম উনি সুদুর করাচী থেকে এসেছেন। আমাদের দেশ সম্পর্কে জানতে চাওয়ার আমি বললাম আমাদের দেশের রিজার্ভ ফান্ড(১৯ বিলিওন ডলার) তোমাদের দেশের(৭ বিলিয়ন ডলার) চেয়ে আড়াইগুণ বেশি। সে দেখি তার দেশ নিয়ে চরম ভাবে হতাশ। কিছু মানুষ আমাদের দেশ শেষ করে দিচ্ছে। আমাদের শহর এলাকায় খুব একটা বোমা হামলা হয়না তারপর ও এক ধরণের অজানা আতঙ্ক নিয়ে বড় হয়েছি। আমি এখন আরবি শিখছি।আমার ইচ্ছা কোন আরাবিয়ান মেয়েকে বিয়া করার। আমার পরবর্তী বংশধর দের যেন পাকিস্তানে যেতে না হয় ...ব্লা ব্লা... ব্লা ... বলেই যাচ্ছে। আমি ভাবছি একটু মজা নিমু কিন্তু এইভাবে অসহায় আত্মসমর্পণ করবে ভাবিনি। আমি তাকে গুড লাক বলে বাস থেকে নেমে হুমায়ন আজাদ স্যারের কথা মনে করছি “কোন পাকিস্তানী যদি ফুল নিয়েও আসে তাহলেও তুমি তাকে বিশ্বাস কর না”



আসলে পাকিস্তানিরা আমাদের সাথে কখনও ভাল ব্যাবহার করলেও ওরা ওরা যখন কথা বলে তখন আমাদেরকে গাদ্দার বলেই সমন্ধন করে। ওরা ভাবে কিছু বাঙ্গালি গাদ্দারি করার জন্যই ১৯৭১ সালে পাকিস্তান ভেঙ্গে দুই টুকরো হয়ে গেছে।এখনো ওরা আমাদের গাদ্দার হিসাবেই জানে। ওদের স্কুল কলেজ লেভেলের বই থেকেই এধরনের অনেক উধাহরন পাবেন।



মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

হেডস্যার বলেছেন:

ভালোই মজা নিছেন......হা হা হা .....মজা পেলাম

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

রফিকুজজামান লিটন বলেছেন: এত মজা পাইছি যে আমি ফেল করার দুঃখ ভুলে গেছি .........lol

২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

এন ইউ এমিল বলেছেন: :#) :#) :#)

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

রফিকুজজামান লিটন বলেছেন: =p~ !:#P =p~

৩| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: ওকে; তবে মনে হচ্ছে, আপনি প্রবাসে অকারণে ইমোশানেল হয়ে আন-প্রফেশানেল ব্যবহার করছেন।

ইংরেজীতে কথা বলতে বলেছিলেন, সেটা সঠিক ছিল; বাকিগুলো অপ্রয়োজনীয়! আপনার মতো প্রফেশানেলের এ ধরণের গায়ে পড়ে হেয় করার প্রচেস্টা স্বভাবের অংশ হয়তো, এবং এতে বাংগালীও ক্ষতিগ্রস্ত হবে।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩

রফিকুজজামান লিটন বলেছেন: সে যে ধরণের ব্যাবহার এবং বাঙ্গালি নিয়ে কটাক্ষ করছিল যা আমার পক্ষে মেনে নেয়া সহজ ছিল না। আমি তার সব কাহিনি লিখিনি। তার কথা কিছুটা ছিল এরকম "হাসিনা তোমাদের দেশের মজলুম নেতাদের ধরে ধরে ফাঁসি দিচ্ছে ....."

৪| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬

শান্তির দেবদূত বলেছেন: পাকিস্তানিদের সাথে মিশলে বুঝা যায় কেমন জাত! এই বদমাইশদের থেকে যতো দূরে থাকা যায়। হারামির শেষ একেকটা।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: হ্যাঁ এদের থেকে যতো দূরে থাকা যায় ততই ভাল।

৫| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭

ভাইটামিন বদি বলেছেন: চামে ভালই মজা নিছেন!!! এই পাকি গুলা বদের হাড্ডি একেকটা......মুখে ইয়ার ইয়ার....কামে সব দুই নম্বরি....

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

রফিকুজজামান লিটন বলেছেন: পাঠান গুলা আরও শয়তান ।

৬| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮

মসন বলেছেন: moja pailam . apni ki dubai te ?

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

রফিকুজজামান লিটন বলেছেন: আমিও চরম মজা লইছি । দেখি রাগে শুধু ফুলতাছে। :-/

৭| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩

সাাজ্জাাদ বলেছেন: এই পর্যন্ত যত জাত দেখেছি এর মধ্যে সব চেয়ে খারাপ জাত হল পাকিস্তানি। নিজেদের স্বার্থ ছাড়া একচুল এগুবে না। এত হিংসুক আর বেয়াদপ জাতি আর হয়না।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩

রফিকুজজামান লিটন বলেছেন: এদের বুদ্ধিগুলা মাথা মোটা টাইপের :) আরে পরীক্ষা নিবি নে আজাইরা প্যাঁচাল করার কি দরকার। :P

৮| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩

পাঠক১৯৭১ বলেছেন:


আপনি লিখেছেন, "এরকম "হাসিনা তোমাদের দেশের মজলুম নেতাদের ধরে ধরে ফাঁসি দিচ্ছে ....." "

ড্রাইভিং টেস্টের সময়, রাজনৈতিক কথায় অংশ না নেয়ার দরকার ছিল। যাক, জাতি হিসেবে পাকিদের জন্মই সমস্যার সৃস্টি করার জন্য, এড়িয়ে চলবেন।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

রফিকুজজামান লিটন বলেছেন: আমার চেয়ে সে দেখি আমার দেশের খবর বেশি রাখে। :( :(

৯| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

সূচিপত্র বলেছেন: জটিলসসসসসসসসসসসসসস

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:০৭

রফিকুজজামান লিটন বলেছেন: সিরাম........ :P

১০| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

ফেরদাউস আল আমিন বলেছেন: কোলকাতাঃ " জানিস! আজগে একটা আস্ত ডিমের অর্ধেকটা দিয়ে ভাত খেলাম"।
এরকম যদি হয় ওপার বাংলায় তা' হলে আতিথেয়টা কি রকম হতে পারে, অনুমান করবেন কি!!

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:১২

রফিকুজজামান লিটন বলেছেন: দাদা বাবু কি পুরাই একটা আস্ত ডিম খেতে চাচ্ছেন ?? :P :P

১১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৮

মোঃ নুরুল আমিন বলেছেন: কাজের কাজ করেছেন.। লিখেছেন ও সুন্দর.।।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:১২

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ নুরুল ভাই। এছাড়া আর কোন উপায় ছিল না। :)

১২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

আমি তুমি আমরা বলেছেন: দারুন। পাকিস্তানীদের সুযোগ পেলেই বাম্বু দেয়া দরকার।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:১৭

রফিকুজজামান লিটন বলেছেন: হ্যাঁ অবশ্যই। তবে শুধু পাকিস্তানি না , যারাই আমাদের নিয়ে নাক শিটকাবে তাদেরই নাক কেটে দেয়া হবে। আমরা এখন আর তলা বিহীন ঝুরির সেই দেশ নই। আমরা এখন এশিয়ার উদীয়মান বাঘ :)

১৩| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আল মামুনুর রশিদ বলেছেন: বাম্বু ত দিবেন তা কয়েকগুন বেশি বাঙ্গালীদের খতি না করা মনে রাখতে হবে। দুবাই কে expo2020 ভোট না দেওয়াই আমরা ভোক্তভুগি

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩১

রফিকুজজামান লিটন বলেছেন: expo2020 তে দুবাইকে সমর্থন না দিয়া ছিল সরকারের ভুল সিদ্ধান্ত।

[অফটপিকঃ ভারত, পাকিস্তান ও কিন্তু রাশিয়া কে সমর্থন দিছে, ওরা কিন্তু কোন সাফার হচ্ছে না । ওরা বেমালুম সব চেপে গেছে]

১৪| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১

বেলা শেষে বলেছেন: ওরা ভাবে কিছু বাঙ্গালি গাদ্দারি করার জন্যই ১৯৭১ সালে পাকিস্তান ভেঙ্গে দুই টুকরো হয়ে গেছে।
....now explain Pakistany ....very soon -we shall include with India....now we are inside of India

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

রফিকুজজামান লিটন বলেছেন: .now we are inside of India
আমি জানি না, আপনি কোন দৃষ্টি কোন থেকে নিজের দেশ সম্পর্কে এমন ভয়াভহ কথা বলছেন?? অনেক দিন থেকে একটি কথা শুনে আমরা অভ্যস্ত, ওই দল ক্ষমতায় আসলে দেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় এই শতকে এসে এটা সম্ভব?? আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি।

১৫| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

লিন্‌কিন পার্ক বলেছেন:

ভালই করছেন ;) B-)

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:১২

রফিকুজজামান লিটন বলেছেন: :P =p~

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালোই মজা নিছেন। হা হা হা .....

মজা পেলাম।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

রফিকুজজামান লিটন বলেছেন: =p~ =p~ :P

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ইমাম হাসান রনি বলেছেন: বেচারা পাকি B-)

ভালোই মজা নিসেন =p~ ওদের কোন ছাড় দেয়া যাবে না যেখানেই ওদের দেখবেন সেখানেই গদাম দিবেন X(

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

রফিকুজজামান লিটন বলেছেন: ওরা ওদের পরাজয়ের দুঃখ এখনো ভুলতে পারে নাই , আর আমরা ভুলি কি করে X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.