![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রদ্ধেয় মহাশয়,
গত ৩১ শে আগস্ট, সকাল ৫-৩০ মিনিটে আমার মা ইহলোক ত্যাগ করেছেন। তাঁর জন্ম, শিশুকাল, এবং বালিকা বধূ রূপে বেশ কিছুকাল বাংলাদেশ কুমিল্লায় কেটেছিল। শেষ সময় বড় সাধ ছিল একবার জন্মভূমি দেখার। কিন্ত তাঁর সেই শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারিনি.
তাঁর স্মরণে আপনাদের ব্লগে একটি কবিতা দিতে চাই। আমি কি আমার মায়ের একটি ছবি কবিতার সাথে দিতে পারি? এ বিষয়ে আপনাদের মতামত জানালে সুখী হব।
নমষ্কারান্তে,
লীলা চক্রবত্তী'
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
লীলা চক্রব্ত্তী বলেছেন: অশেষ ধন্যবাদ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
সকাল রয় বলেছেন:
অবশ্ই কবিতা আর ছবি দিতে পারেন আমরা অপেক্ষায় রইলাম দেখার।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
লীলা চক্রব্ত্তী বলেছেন: আশা করি আমার মায়ের স্মরণে দেওয়া কবিতাটি আপনি পড়েছেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সৃষ্টি কর্তা আপনার মাকে ভালো রাখুন ।