![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
এ মুহুর্তে দেশের, সোনার বাংলার যে অবস্থা তা থেকে উত্তরনের জন্য যে পথ রয়েছে তা যতই দিন যাচ্ছে ততই তা ছোট হয়ে প্রায় বন্ধ হয়ে আসছে । এ অবস্থা থেকে উত্তরণের পথ বন্থ হয়ে গেলে সোনার দেশের কি হবে, তা ভাবতেই অন্ধকার দেখি, লেলিহান অশান্তির শিখা, রক্তের বন্যা, নিরীহ মানব সন্তানদের হাহাকার চিৎকার এসবের চিত্র যেন অকপটে চলে আসে ।
দেশ নেত্রী আমাদের প্রিয় দুজনের মনে প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে এমন মেন হয় অথচ এর শিকার অতি সাধারন, যারা রাজনীতির ধারে কাছে যায়না তারাই বেশী । ক্ষমতা, মসনদ, চেয়ার, পাওয়ার এ গুলোর জন্যইতো এত রক্তপাত, হানাহানি, ধবংসযঞ্জ ।
কথায় বলে না--লোভে পাপ পাপে মৃত্যু--- সেটাই একমাত্র কারন ।
দেশ নেতা নেত্রীদের জন্য প্রার্থনা খুব দরকার । দুই হাত তুলে বিধাতার কাছে বিশেষ কের দেশনেত্রী দুইজনের জন্য বিশেষ প্রার্থনা দরকার যেন তাদের জন্য বিবেক, বুদ্ধি ও প্রজ্ঞা দান করে এবং দেশের সাধারন নাগরিকদের জীবন, যান মাল, সম্পদের কোন ক্ষতি না করে ।বিধাতার কাছে সব কিছুই সম্ভব---- দুজনের মানসিকতা যাতে ইতিবাচক এবং বিবেকবান হয় তার জন্য মনে প্রানে প্রার্থনা করি ।
©somewhere in net ltd.