![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
পাখির ডানা মেলা খুব সাধারন এবং স্বাভাবিক
কিন্তু মানুষের বা হরিণের ডানা মেলা আজব
আর অবাস্তব ।।
তাই বলে কি চিন্তার মনের ভাবনার ডানা মেলা নিষেধ!!
একদম না
যখন খুশি যখন মন চায় যখন ইচ্ছে করে
তখন সাতসমুদ্র তের নদী পার হয়ে
ছুটে চলে আর চলতে পারে যখন তখন ।।
আমার তোমার সবার কখন কোথায়
মনের ভাবনার ডানাগুলো ছুটে চলে
বড়ই কষ্টকর তার ঠিকানা খুঁজে পাওয়া ।।
কখনো অন্তরে কখনো বাহিরে
ককনো রোদে কখনো বৃষ্টিতে
কখনো মেঘে কখনো রাত্রিতে ।।
আবার কখনো নেই কোথাও
ডানা মেলে উড়তে চাই
ভাবনার ডানায় স্বপ্নের দেশে চাই পৌঁছতে
আকাশের তারার সাথে করতে চাই মিতালী
তবুও যেন বেঁচে থাকে
সবার ভাবনার ডানা নিজের মনের মত করে
ঠিক নিজের মনের মত করে ।।
©somewhere in net ltd.