![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
এ যুগেও শুনতে হয়
নারী মানে তেঁতুল -- বিশ্বাস করা কঠিন
অনেক কঠিন
তাতে কার কি আসে যায়-- বল --
নারী তো নারী -- নোনা জল দিয়ে গড়া যেন নারী
নারীর চারিপাশে শুধুই এ কঠিন সত্য বিচরন করে
এবং করছে ।
তাই বলে সারা বিশ্বে নয় কিন্তু
এ দেশে এ সমাজে এ রাষ্ট্রে ।।
মানে-----
৩০ লক্ষ শহীদের বিনিময়ে জন্ম হওয়া লাল সবুজের দেশে ---
সহস্র মা বোনদের ইজ্জতের বিনিময়ে সৃস্ট ভূখন্ডে -- কারো করার কি কিছু নেই?
সবাই জানে --
নারী তেজস্বিনী, মমতাময়ী, করুনাময়ী
কিন্তু--- ববর্রতাকে হার মানানো বুলি
এ কি শুনি !!!!
বিবেকে কিসের যেন ঢেউ খেলে যাই ---হুতাসে---
হাসবো, কাঁদবো না পালাবো --
পথ খুঁজে পাইনা ।
চারিদিকে দেখি শুধু নোনা জলের সাগড়
অন্য বিবেক তাগাদা দিচ্ছে --
নোনা জল দিয়ে ধুঁয়ে মুছে দিতে হবে লাল সবুজের পতাকাকে --- নারীর নোনা জল দিয়ে ।।
তাহলেই সেই পতাকার রঙ অক্ষুন্ন থাকবে
থাকবে তার পরিমিত পরিধি আর ব্যাস ।
নোনা জলের স্রোতের তরঙ্গ
কত শক্তি
কত দীপ্তি
কত তেজস্বী
এখনই মোক্ষম সময় ----
দেখাতে হবে দেখিয়ে দাও ।।
কবি নজরুলের ভাষায়-------------
“চোখে চোখ আজ চাহিতে পারনা;
হাতে রুলী, পায়ে মল,
মাথার ঘোমটা ছুঁড়ে ফেল নারী,
ভেঙ্গে ফেল ও শিকল।
যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু
ওড়াও সে আবরণ,
দূর করে দাও দাসীর চিহ্ন
যেথা যত আবরণ।”
২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ তো দিতেই হয়---
ধন্যবাদ সাথে শুভেচ্ছা ----
৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++ রইল
নোনা জল দিয়ে ধুঁয়ে মুছে দিতে হবে লাল সবুজের পতাকাকে --- নারীর নোনা জল দিয়ে ।।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ++++++++++