![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
বহু যুগ বহু কাল পেড়িয়ে আজকে আবার
এ শরতের কোন এক ক্ষনে --
খুব অপরিচিত মনে হচ্ছে সবকিছুই --এলোমেলো অগুছালো
তবুও ফিরে দেখা -- কোন এক অদ্ভুত টানে ।
মন, সেতো স্থির থাকে না
চোখ, সেতো সর্বদা উজ্জ্বল থাকেনা
হাত. সেতো সর্বদা মেহেদীতে সজ্জিত না
তবুও মন চাই -- আনন্দের বন্যায়
ডুবে ডুবে স্থির থাকি সবসময় --
তবুও অকারনে ফিরে দেখা ।।
তোমাকে অনেক দিন দেখিনা
কথা হয়না, খুনসুটি হয়না
হাসি ঠাট্টার বন্যা হয়না
খিল খিল হাসি নেই -- নিঝুম অরন্য যেন
প্রিয় আংটিখানি কবে আঙ্গুল থেকে খসে পরে গেছেে
একটুকু নেই খেয়াল --
তবুও আবার ফিরে দেখা ------- শুধু তোমাকে ।।
০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ অনেক অনেক -------
২| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: নষ্টালজিক।
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩
লীনা জািম্বল বলেছেন: ঠিক ----------- ধন্যবাদ --------
৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ++ চমৎকার লিখেছেন ।
ভালো থাকবেন
০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০
লীনা জািম্বল বলেছেন: অনেক ধন্যবাদ ------- শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ভাল লাগা কবিতায়।