![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
আদরনীয় নাম আকাশ, মুগ্ধতায় রাখা নাম আকাশ
সোহাগের নাম, ভালবাসায় মমতায় জড়ানো নাম আকাশ
সবাই জানে তুমি নীলাকাশ
কিন্তু কখনো কালো মেঘে যখন তোমাকে ঢেকে দেয়
ভীষন কষ্ট হয় হয় আমার--
সাদা মেঘে যখন তুমি নীলাম্বরী রুপ ধারন কর
তখন পুলকিত হই আমি
বৃষ্টির ধারায় যখন রিমঝিম গানে মুখরিত যখন তুমি
শিহরিত হই আমি তোমার পরশে -----------
রংধনু যখন তোমার কোলে খেলা করে
হিংসে হয় আমার তখন খুব
তুমি জানো আকাশ ---
তোমার নীল রঙে আমি যখন নিজেকে রাঙিয়ে রাখি
খুব মায়াবতী লাগে আমাকে--
তাকিয়ে দেখো আজ আমি মায়াবতী তোমার জন্য
নীলাবতী শুধু তোমার জন্য ।
--------------------------------
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
লীনা জািম্বল বলেছেন: তাই হয়তোবা --------- ধন্যবাদ সাথে শুভেচ্ছা
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: তাকিয়ে দেখো আজ আমি মায়াবতী তোমার জন্য
নীলাবতী শুধু তোমার জন্য ।
কবিতায় +
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৫
মিলফোর্ড০০৭ বলেছেন: দারুন
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা
৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুভূতির কবিতা । পড়ে ভাল লাগলো ।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ অেনক অেনক
৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা রইলো।
শুভকামনা। অনিঃশেষ।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২
লীনা জািম্বল বলেছেন: আপনার জন্যও ধন্যবাদ আর শুভকামনা
৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯
আমিনুর রহমান বলেছেন:
কবিতায় +
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ
৭| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ।
ভালো থাকবেন
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩
লীনা জািম্বল বলেছেন: আপনার জন্যও ধন্যবাদ এবং শুেভচ্ছা
৮| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে...
শুভকামনা...
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা
৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০
জেরিফ বলেছেন: বাহ !
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬
খেলাঘর বলেছেন: "
কিন্তু কখনো কালো মেঘে যখন তোমাকে ঢেকে দেয়
ভীষন কষ্ট হয় হয় আমার-- "
" বৃষ্টির ধারায় যখন রিমঝিম গানে মুখরিত যখন তুমি
শিহরিত হই আমি তোমার পরশে ----------- "
-মেঘবিহীন বৃস্টি?