![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
তুমি কি অনুভব কর -- তোমার হৃদয়ের আকুতি
প্রতিটি মুহুর্তে আন্দোলিত হচ্ছে তোমার প্রেমের মিনতি।
হৃদয়ের আকাশের কালো মেঘের ঘনঘটা
মুক্ত আকাশে ঘুর্নায়মান ঝড়ের মহড়া
মনপাখিগুলো হাহাকারের সুরে করুন সুরে
ডেকে চলেছে অবিরাম - শুনতে পাও তুমি?
নীলিমার নীল রং বেশ মলিন
সাগড়ের ঢেউ কোথায় যেন বিলীন
দীর্ঘ রজনী পাড় করেছি তুমি বিহীন
তবুও তোমার জন্য প্রেম আছে বুকে যেন সিমাহীন ।
ধন্য আমি তোমার পরশ পেয়ে
পুলকিত আমি তোমার হাসি মূখ দেখে ।।
যুগ যুগ ধরে রইবো তোমার প্রেমের অপেক্ষায়
ক্ষনিকের মিলনে হবে আবার দুজনের নতুন দিক্ষা ।
হৃদয়ের রক্তক্ষরন সেতো মিছে নয়
আসবে ফিরে তুমি আবার চঞ্চল মহিমায় ।।
-----------------------------------------------------------
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৬
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯
নুরএমডিচৌধূরী বলেছেন: নীলিমার নীল রং বেশ মলিন
সাগড়ের ঢেউ কোথায় যেন বিলীন
দীর্ঘ রজনী পাড় করেছি তুমি বিহীন
তবুও তোমার জন্য প্রেম আছে বুকে যেন সিমাহীন
ভালবাসারা এমনি হয়
কখনো হাসি,কখনো সুখ
কখনো কান্না কখনো দুখ
কখনো লাল কখনো নীল
কখনো রাজহংসী কখনোন চিল।
প্রথম ভাল লাগা
+++++++
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৭
লীনা জািম্বল বলেছেন: অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ -------
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৯
লাজুক ছেলে...... বলেছেন: "মনপাখিগুলো হাহাকারের সুরে করুন সুরে
ডেকে চলেছে অবিরাম - শুনতে পাও তুমি"
"যুগ যুগ ধরে রইবো তোমার প্রেমের অপেক্ষায়
ক্ষনিকের মিলনে হবে আবার দুজনের নতুন দিক্ষা "
মন কে নাড়া দিল লাইন গুল...... চালিয়ে যান। শুভকামনা রইল।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৮
লীনা জািম্বল বলেছেন: অনেক অনেক শুভকামনা থাকলো --ধন্যবাদ
৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪
আমিনুর রহমান বলেছেন:
ভালোবাসাময় কবিতায় +
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০
লীনা জািম্বল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো কবিতায় ।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬
লীনা জািম্বল বলেছেন: আমার পক্ষ থেকে ধন্যবাদ
৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৬
তুষার কাব্য বলেছেন: হৃদয়ের রক্তক্ষরন সেতো মিছে নয়
আসবে ফিরে তুমি আবার চঞ্চল মহিমায় ।। ভালো লাগা কবিতায়...+
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৭
লীনা জািম্বল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হৃদয়ের রক্তক্ষরন সেতো মিছে নয়
আসবে ফিরে তুমি আবার চঞ্চল মহিমায় ।।
ফিরে আসুক প্রিয়জন......এই কামনায়।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতায় +++
ধন্য আমি তোমার পরশ পেয়ে
পুলকিত আমি তোমার হাসি মূখ দেখে ।।