![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
ভাবিনি এমন করে তুমি আমাকে ছোঁবে
ভালবাসি চাঁদের জোছনার মত
মন থেকে চাই তোমাকে তৃষিত হরিনীর মত
অবেলায় মেঘবর্ষনের মত আচমকা তোমার পরশ
মিলে মিশে একাকার হবো বড় অসময়ে
ভাবিনি আমি ।
সোনলী রোদের স্নিগ্ধতায় যেন নতুন রুপান্তর
সৃস্টির মাতাল উল্লাসে তুমি আমি খেলি নিরন্তর
প্রতিটি শিরায় উপশিরায় তোমার পরশ পাথর
তাইতো আমি তোমার উদ্যমতায় সারাক্ষন কাতর ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫
আমিনুর রহমান বলেছেন:
দারুন +
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন । শুভেচ্ছা রইল