![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে তুমি
কোথাও তোমার ছায়া পর্যন্ত দেখতে পাচ্ছিনা
আকাশে তারা হয়ে গেছো বলে তারার মাঝে দেখতে চেয়েছি
শূন্যে মলয়ের সাথে হয়তো মিতালী করেছো বলে
অনুভবে কাছে পেতে চেয়েছি তোমাকে
কিন্তু বৃথা সব অন্ধকারের ছায়ার মত
কেন?
কল নেই হায় হ্যালো নেই
ফেইসবুক ব্লক গোগল টুইটার কোনটাতেই নেই
এত অভিমান কেন? আমার কি কোন ভুল ছিল?
বললেনা তো কি ভুল আমার? বললে হয়তো শুধরে নিতাম
তোমার মনের মত করে একান্ত তোমার ভালবাসা দিয়ে
কিন্তু কেন এত অভিমান?
আমি যে তোমাকে মিস করি তুমি কি জানো?
তোমাকে হৃদয়ের গভীরে অনুভব করি
সমুদ্রের ঢেউয়ের মত তোমার জন্য উত্তাল হই
তৃষার্ত কাকের মত ছটফট করি এক বিন্দু ভালবাসার সুধারসের জন্য
তুমি কি জানো?
অনেক অনেক মিস করি তোমাকে -যা লিখে বা বলে প্রকাশ করা অসম্ভভ
আমার জন্য ।
তবুও বলি -আমি তোমাকে খুব মিস করি ।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫
মাহাচারু বলেছেন: বাহ দারুন,
ভাল লাগল খুব কবি,,,,,,,,,
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা
৩| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা
৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৯
শ্যামল সোম বলেছেন: মগ্ন হয়ে পড়ে মুগ্ধ আমি।জানাচ্ছি শুভকামনা।
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
অন্ধ আইন বলেছেন: সুন্দর কবিতা ।