![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
এবারের প্রতিপাদ্য বিষয় 'নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন'
কয়েকদিন আগেই পার হলো ৮ই মার্চ --আর্ন্তজাতিক নারীদিবস
এবারের নারী দিবসে কেন জানি কিছুই করা হলনা
না ভাবনা না উৎসাহ দেয়া না অভিনন্দন
খুব নিরামিশ ভাবেই ৮ই মার্চ ২০১৫ মিলিয়ে গেল --জীবন থেকে ।।
তবে একটি কথা --যা জীবনে করিনি তাই করেছি এ দিনে
যা কোনদিন করতে হবে চিন্তা করিনি তাই করতে বাধ্য হয়েছি
খুব এলোমেলো ভাবে হঠাৎ করে সামনে আসা --জীবন এমনই হয় ।
কোন কথা নেই বার্তা নেই একটি নম্বর থেকে
একবারে অনবরত অবিরত এসএমএস - একেবারে ১০০টি
নারী তুমি গর্বিত--জীবন তোমার ধন্য
সৃষ্টির রচনা সূচনা মন্ত্রনা তোমার হাত ধরে
তুমি বিহীন ব্যার্থ পুরুষের প্রতি মুহুর্ত প্রতিটি জীবন
তোমাকে আজকের দিনে অভিনন্দন।।।
যে ভ্রুন তুমি গর্ভে লভিয়াছো সেই জীবনের জন্য ধন্য তুমি
কবি লেখক পন্ডিত রাজা বৈঞ্জানিক মহৎ প্রাণ সবই তোমার জথরের।।
তুমি কাঁদবেনা কখনো হতাশ আর ক্লান্তি কখনো মানাইনা তোমাকে
তোমার এত সাফল্য এত শক্তি এত সুন্দরতম জীবন
কেন মিছে পরে থাকবে অন্ধকারে অসহায় হয়ে পরাধীন হয়ে
তুমি একবারে মুক্ত -আলোর পথে হাটবে তুমি মাথা উচুঁ করে
যতদিন জীবন থাকবে তোমার রক্তমাংসের দেহের শিরাতে ।।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: নারী এগিযে যাক। ধন্যবাদ