![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
খুব ষ্পষ্টভাবেই জানা আছে যে, তুমি কখনো এসএমএস দিবেনা মোবাইলে অন্তত
ভুলেও কোনদিনও ডায়াল করবেনা মোবাইলে
খুব শোনাও মন থেকে অন্তর থেকে খুব ভাল বাসি ইন বক্স এ
বল -আই লাভ ইউ সো মাচ
কিন্তু এতই হারকিপটা তুমি যে, ভুলেও কোনদিনও মোবাইলে কল করো না ।।
কেমন আজব লাগে, তাই না !
তারপরও যখন মোবাইলে এসএমএস টোন বাজে
কোন কল যদি আসে - কেন জানি মনের অজান্তেই আশা করি
এই বুঝি তোমার কল এসেছে বা এসএমএস এসেছে ।
ভুলেও হয়তো কোনদিন তুমি দিবেনা
পশ্চিমে সূর্য উঠবে আকাশে মাছ উড়বে
রাজপথে নৌকা চলবে, পাহাড়ে ঢেউ উঠবে
তবুও তোমার কাছ থেকে কল আশা করা একদম বৃথা
এরপরও মনের অজান্তেই আশা করি কারন তুমি আমার একমাত্র জীবন ।।
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪২
লীনা জািম্বল বলেছেন: শুভ কামনা থাকলো
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: এরপরও মনের অজান্তেই আশা করি কারন তুমি
আমার একমাত্র জীবন ।।