![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
ভাবতে কষ্ট হয় কোন আজব দেশে আমাদের বসবাস । একটি সামান্ন কাপড় নিতে গিয়ে শেষ পর্যন্ত নিজের একমাত্র জীবনকেও হারাতে হলো শুধুমাত্র একটি কাপড় এর কাছে জীবন বিসর্জন । সামনে ঈদ তাই হাজার গরীব হলেও সবারই একটা স্বপ্ন থাকে, ঈদ বলে কথা কিন্তু এভাবে নিজের জীবনকে বা পরিবারের প্রিয় মানুষ কাউকে জীবন জলাঞ্জলি দিতে হবে তা কি কেউ গুনাক্ষরেও ভাবতে পেরেছিল ? শুনলে আরো অবাক হবার কাহিনী একই পরিবারের তিন জন সদস্য মা, মেয়ে এবং মেয়ের সন্তান, একই দিনে একই সময়ে একই ইস্যুতে, চিন্তা করলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে । এই সামান্ন একটি কাপড় আর ১০০ টাকার জন্য এভাবে প্রাণ দিতে হলো?
কত কাপড়ের কারখানা, গার্মেন্স , কত জামা কাপড় নিজের দেশের চাহিদা মিটিয়ে সারা বিশ্বে দামী দামী জামাকাপড় এক্সপোর্ট করে কোটি কোটি টাকা উপার্জন করছে বড় বড় ব্যবসায়ীরা এবং উপকার পাচ্ছে লক্ষ লক্ষ গরীব শ্রমিক । সবার মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে বলে আত্নপ্রকাশ করেছে যে দেশ সে দেশে শুধুমাত্র একটি কাপড়ের জন্য এভাবে প্রাণ হারাতে হয় তা কি কারো বিশ্বাস করার কথা । অথচ এ চরম সত্যই ঘটেছে ময়মনসিংহে ।
কত মানুষ কত জামাকাপড় পুরানো হলেই পুড়ে ছায় বানাচ্ছে বা বস্তায় ভরে ফেলে দিচ্ছে এ একই দেশে অথচ পাশের বাড়ীর বা প্রতিদিন যে মানুষটিকে দেখি সেই মানুষই শুদুমাত্র একটি কাপড় দিয়ে কোনরকম লজ্জা নিবারন করে দিন পার করে দিচ্ছে আমরা কজন এ বিষয়গুলো খেয়াল করি বা একটু ভেবে দেখি । নতুন ডিজাইন নতুন ফ্যাশান মার্কেটে এলেই যে দামই হোক না কেন সেটা না কেনা পর্যন্ত ভাল ঘুম হয়না এমন অনেকেই আমরা আছি অথচ আমার সামান্য চিন্তা ভাবনাই কত মানুষের মূখে হাসি ফুটাতে পারতো তা কতজন আমরা ভেবে দেখি ? জীবনের মূল্য যেন একটি কাপড়ের মূল্যের চেয়েও অনেক অনেক কম ।
অদ্ভুত আমাদের কার্যক্রম অদ্ভুত আমাদের আচরন অদ্ভুত আমাদের চিন্তাচেতনা ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪
রুদ্র জাহেদ বলেছেন: সত্যি সবই কি অদ্ভুত?