![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
তুমি জানো?
বেদনার অশ্রু কি কি কথা বলে?
তুমি কখনো বেদনার অশ্রুর সাথে ভাব করেছো?
মনে নেই একদম তাই না?
মনে থাকবে কি করে বল?
ইচ্ছা করে বা আনন্দে কেউ কি বেদনার অশ্রুকে ডাকে?
তার খুব যন্ত্রনা আগুনে ক্ষতবিক্ষত পুড়ে যাওয়ার মত
বেদনার খুব কষ্ট বুকে পাথর চাপা দেয়ার মত
বেদনার খুব হাহাকার তৃষ্ঞার্ত কাকের মত
বেদনার খুব বেদনা বুকে ছুরি বসিয়ে দেয়ার মত। ।
অশ্রু আর বেদনার খুব অভিমান তবুও ভাব সমুদ্র আর ঢেউয়ের মত
ভাব নদী আর স্রোতের মত, আকাশ আর তারার মত
সমান্তরাল রেখার মত, ত্রিভুজ আর বিন্দুর মত
চাঁদ আর জোছনার মত বেদনা হাসলে তার অশ্রু হয় পুলকিত
বেদনা যন্ত্রনায় ছটফট করলে অশ্রু হয় অবনমিত
বেদনা লুকোচুরি খেললে অশ্রু হয় বিমোহিত
তবুও সে যে বেদনার অশ্রু, যন্ত্রনার অশ্রু ও ব্যাথার অশ্রু। ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
লীনা জািম্বল বলেছেন: thanks
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
লীনা জািম্বল বলেছেন: thanks from me
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: বেদনার অশ্রু সত্যই কষ্টের।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
লীনা জািম্বল বলেছেন: hmm right
৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০
রুদ্র জাহেদ বলেছেন: বেদনার অশ্রু বড়ই বেদনাদায়ক।
কবিতা সুন্দর হয়েছে। দারুণ
০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।