![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
আমার জন্য কত মানুষ চিন্তা করে। আমি যেন ভাল থাকি আমার যেন কোন সমস্যা না হয় সর্বদা আমি যাতে উচ্ছল থাকি কত চাওয়া আমার জন্য। অথচ এই আমি মাঝে মাঝে সব ভুলে যাই। আমার জন্য কেউ চিন্তা করে তাই মনে থাকেনা। আমার জন্য কত মানুষ অস্থির থাকে কোন বিপদ হলো কিনা! একটু যদি মোবাইল কোন কারনে অফ বা বন্ধ থাকে তখনই আশেপাশের সবার কাছে ফোন করে করে খোঁজ, মবাইল বন্ধ কেন? কিছু হলো কিনা বা কোন সমস্যায় পরেছে কিনা?
অথচ এই আমি মাঝে মাঝে ভুলেই যাই আমার কে কে আছে, কারা অাছে আমার জন্য কেউ চিন্তা করে কিনা! কি অদ্ভুত ব্যাপার কোন রক্তের সম্পর্ক নেই, আত্নীয় নয়, পোতিবেশী নয় শুধুমাত্র কোন এক উপলক্ষকে কেন্দ্র করে জানাশুনা পরিচিত তারাও কত অস্থির থাকে। অন্তরের গভীরে হয়তো জায়গা করে নিয়েছে বলেই এমন অস্থির থাকে কেউ কারো জন্য। দুনিয়া চরম আজব মানুষ আজব তার অন্তরও আরো বড় আজব।
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩০
লীনা জািম্বল বলেছেন: হাহাহা পোতিবেশী না প্রতিবেশী সেটা ডিজিটাল বাংলা শব্দ
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
বিজন রয় বলেছেন: ভাল অনুভূতি।
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩১
লীনা জািম্বল বলেছেন: হয়তোবা। ধন্যবাদ
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
রুদ্র জাহেদ বলেছেন:
দুনিয়া চরম আজব মানুষ আজব তার অন্তরও আরো বড় আজব।
ভালো থাকুন
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩২
লীনা জািম্বল বলেছেন: তাই তো দেখি
আপনার জন্যও শুভ কামনা
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোথায় আর দেখছিনা কেন?ভাল আছেন তো?
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৩
লীনা জািম্বল বলেছেন: ভাল আছি
কখনো কখনো হারিয়ে যাই অন্য ভুবনে।
নিরন্তর শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
আরণ্যক রাখাল বলেছেন: পোতিবেশী কোন দেশের শব্দ, খালা?