| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লীনা জািম্বল
সবার হাসি হোক অমলিন-------------
বুকের ভিতরে কেমন যেন অনুভুতি
প্রকাশ করতে পারিনা, কি বলে জানিনা
ব্যাথা টের পাইনা, কষ্ট টের পাইনা
কিন্তু কেমন যেন চাপা একটি ওজন, কেমন যেন
মাঝে মাঝে শ্বাস নিঃশ্বাসে টের পাই অস্থিরতা ।।
ভালবাসি তাও বলতে পারবোনা
ঘৃণা করি তারও কোন কারন নেই
রাগ আছে তা বলারও পথ নেই
কিন্তু কেমন যেন এক ধরনের অস্থিরতার উপস্থিতি
গোপন মায়া হয়তোবা ।।
বেদনার অনুভুতি সেটাও পরিস্কার না
বিচ্ছেদের কষ্ট সেটাও নেই
বুঝে নিয়েছি এটাই হয়তোবা প্রেমের গোপন মায়া ।।
২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৯
লীনা জািম্বল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২|
০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: সুন্দর।
প্রেমে গোপণীয়তা থাকা ভাল।
২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৯
লীনা জািম্বল বলেছেন: তাই হোক--শুভ কামনা
৩|
০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
২০ শে জুন, ২০১৬ সকাল ১১:০০
লীনা জািম্বল বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভকামনা
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোন কিছূ বোঝা না বোঝার মাঝে এক জটিল অনুভব!
++++++