![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
দিনগুলো কারো জন্যই বসে থাকেনা
সেকেন্ড, মিনিট এবং ঘন্টার মতই
সবকিছুই স্মৃতি হয় দিন গেলেই, সময় গেলেই ।
আমাদের তিন বোনের একদিন-- জানি এখন স্মৃতি সবসময়ই স্মৃতি হয়ে রবে ।।
হাসি খেলা আনন্দ বেদনা সবই স্মৃতিমাত্র হয়
যে সাজসজ্জা যে মূখের অবয়ব তা আর ফিরবেনা
আর কোন দিনও ।। তিনজন এক হবো হয়তো কোন এক ক্ষণে কিন্তু ঠিক এমনতো
আর কোনদিনও হবেনা ।
স্বাভাবিক এটাই, পৃথিবীর নিয়ম এমনই
তোমার আমার সব মানুষের জন্যই ।।
দারুন একটা সময় ছিল সেদিন. সারাদিন
এমন দিনতো সবাই চায়, হাসি আনন্দ দিয়েই পার হোক প্রতিটি দিন
তারপরও কারো দিন সবসময় এরকম যায়না
যাবেওনা, তবুও সবার প্রত্যাশা, দিন ভাল কাটুক সবার প্রতিদিন ।।
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬
লীনা জািম্বল বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা
২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
মোস্তফা সোহেল বলেছেন: সময় খুব দ্রুতই চলে যায়
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
লীনা জািম্বল বলেছেন: ঠিক
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
ANIKAT KAMAL বলেছেন: অসম্ভব ভালোলাগার মুগ্ধতায় হারিয়ে গেলাম স্নৃতিরা এমনই হয়
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: দিনগুলো কারো জন্যই বসে থাকেনা আর কখনোই বসে থাকবেনা এটাই জগতের নিয়ম। আমরা বাস্তবাতার কাছে অসহায়।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০
শামীম সরদার নিশু বলেছেন: শুভকামনা রইল, পরিবার ও প্রিয়জনদের নিয়ে সুখের দিন যাপন করুন।
এই প্রত্যশায়।
ইতি -
এক পিচ্চি ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তিন বোনো জন্যই শুভকামনা রইল।ভাল থাকবেন সবসময়।