![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
অতীত র্বতমান ভবিষ্যৎ, আকাশ বাতাস, স্বপ্ন সাধনা
শুরু এবং শেষ বলতে যেন কিছু নেই
চারিপাশে কত সমাহার, কত রঙবেরঙ
কোন কিছুরই স্থিরতা নেই যেন ।।
ছিলাম, আছি, থাকবো কতদিন
যোগ বিয়োগে কোনটাই মিল নেই
হিসাবের খাতায় সমাধান হয়না
হযবরল অবিরত-- চলমান, র্সবদা ।
প্রেম বিরহ বেদনা ব্যাথা দুঃখ কষ্ট
হাসি কান্না রাগ সাধনা, ভালবাসা
জীবন মরন স্বপ্ন সবই থাকে মনের আলিঙ্গনে
কত আপন সবাই, মায়া মমতায় জড়ানো অন্তরে অন্তরে
সবই কল্পনার খেলা ।।
বাস্তবতা বড় জটিল, পাটিগণিত বীজগণিত সূত্র ধরে মিলেনা
প্রশ্নমালায় হাজার প্রশ্ন
উত্তর মালাই শূন্য ।
ধরনীর অর্ন্তজাল বড় যাদুকরী ।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯
ভাবুক কবি বলেছেন: চমৎকার লিখেছেন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫
লীনা জািম্বল বলেছেন: আপনার জন্যও ধন্যবাদ
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
শেখ মিজান বলেছেন: শূণ্যতে সৃষ্টিস্বাধ শূন্যতেই শেষ, সুতরাং জীবনে আগে পরে পর শূন্যত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩
লীনা জািম্বল বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একাকীত্ব সম্ভবত ঘিরে আছে আপনার চারিপাশ
তাই বুঝি হৃদয় নিংড়ানো এই অনুভূতি, বিরহের অনুতাপ।
কবিতা ভালো লেগেছে ভাই। সুন্দর লিখেছেন।