![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
শুভ জন্মদিন কবিগুরু তোমাকে
তুমি ২৫শে বৈশাখ তাইতো এত সুন্দর এদিন
এত মধুময়, এত উজ্জ্বল , এত আলোকিত ।।
এত সুন্দর করে রচনা করে তুলে ধরেছো এ ভুবন
সুর দিয়ে মন্ত্রমুগ্ধ করেছো মানবতার হৃদয় মন
ঝল মল করে যেন প্রতিটি পথের পথচলা
তোমার সাজানো এমন সুন্দর রচনাতে ।
তুমি সুর তুমি শক্তি তুমি অন্ধকারের আলো
তুমি আপন তুমি পর বিরহ ব্যাথারও সাগর
তুমি সবুজ তুমি হলুদ তুমি রঙিন আঁকড়
তোমার রচনাতেই এত আনন্দময় এ ভুবন ।।
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৬
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ অনেক অনেক আমার পক্ষ থেকে ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন কবিগুরু তোমাকে
তুমি ২৫শে বৈশাখ তাইতো এত সুন্দর এদিন
এত মধুময়, এত উজ্জ্বল , এত আলোকিত ।।