![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
জন্মিলেই মরন অনিবার্য তোমার, আমার, সবার জন্য
তারপরও কেউ যেন মরনকে বরন করতে চায়না
তোমার বা আমার চাওয়াতে মরনের কোন যায় আসেনা
যখন তার সময় হয় নিজেই তোমাকে বরন করে নিবে ।।
চলার পথে হাসি আনন্দ দুঃখ বেদনা, প্রেম ভালবাসা
অবিরত কথা বলে যায় প্রতিটি মানুষের জীবনের সাথে
কেউ বলে আগে, কেউ বলে পরে
কেউ আসে কাছে, কেউবা থাকে দূরে দূরে -তবুও সাথেই থাকে ।।
মরনের কাছে ভীড়তে চায়না কেউ স্বইচ্ছাই
তাতে কি ?
সে তো আসবেই, ছন্দবিহীনভাবে --আসবেই
সারাক্ষন সুর করে বলে চলে--
তুমি মাটি-মাটিতেই তোমার আশ্রয়
কেউ শুনে-অনেকেই শুনিনা -- শুনতে তো হবেই
মানতে তো হবেই ---।।
ছন্দবিহীন মরন , তুমি ভাল থেকো -অসময়ে নয়
সুসময়ে কাছে এসো - বরন করে নিবো হাসিমূখে ।।
০৭ ই মে, ২০১৯ বিকাল ৩:০৭
লীনা জািম্বল বলেছেন: মৃত্যুকে ভয় -- অনেকের-- সবার না হয়তোবা
ধন্যবাদ অনুপ্রেরনার জন্য
২| ০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:২৮
সাহিনুর বলেছেন: শেষের দু লাইন একদম চির সত্য এবং অসাধারণ। এটা সবাই কে মানা উচিৎ।
০৭ ই মে, ২০১৯ বিকাল ৩:০৮
লীনা জািম্বল বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা থাকলেঅ
৩| ০৭ ই মে, ২০১৯ রাত ১১:০৬
মাহমুদুর রহমান বলেছেন: মৃত্যু আছে বলেই পৃথিবী এতো সুন্দর!
০৮ ই মে, ২০১৯ সকাল ৯:৫৭
লীনা জািম্বল বলেছেন: সত্যিই তাই--শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ মৃত্যুকে এখন আর ভয় পায় না
আল্লাহ আমাদের হেদায়েত দিন
তাঁর ইবাদত করার তৌফিক দিন
সুন্দর লেখা