নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা

লিঙ্কনহুসাইন

নিজের জন্য নয় :( অন্য কারো আশা পূরণ করার জন্যই এই বেচে থাকা । অদ্ভুত দুনিয়া কেউ নিজের জন্য নয় অন্য কাউকে খুশি করার জন্যই বেচে থাকে !! তার পরেও মানুষ স্বার্থপর হয় , হাঁ হাঁ হ আহা হাঁ ,

লিঙ্কনহুসাইন › বিস্তারিত পোস্টঃ

এক ইন্ডিয়ানি কে যেইভাবে বেকুব বানাইলাম :)

২৮ শে মে, ২০১৩ রাত ৯:১১

দোকানে বইসা বইসা টিভি দেখতাছি , এক হিন্দি আমার পাশেই বসা ছিল , সে আমাকে বলে হিন্দি চ্যানেল নাই ?

আমি বললাম নাহ সবই বাংলাদেশী চ্যানেল :P কিছুক্ষন চুপ করে বসে থাকার পর আমাকে জিজ্ঞাসা করলো বাংলাদেশে টিভি চ্যানেল কয়টা আছে ?

আমি তো তার প্রশ্নে মহা চিন্তায় পড়ে গেলাম :( যদি বলি ২০-২৫ টা আছে তাহলে তো সে ইন্ডিয়া এতো এতো চ্যানেল আছে বয়ান শুরু করবে । আমি তো জানি ইন্ডিয়াতে টিভি চ্যানেলের হিসাব নাই শতশত চ্যানেল , তাই আমি বললাম বাংলাদেশে তো ২০০ -৩০০ টিভি চ্যানেল তো হবেই :D

আমার এই উওর শুনে ইন্ডিয়ানি তো চোখ মাথায় উঠে গেছে :D আমাকে বলে বাংলাদেশ তো অনেক ছোট দেশ এতো টিভি চ্যানেল কি করে থাকবে ?

আমি বললাম আমার গ্রামেই তিন চারটা চ্যানেল আছে :p আমার এই কথা শুনে হেইতে তো পুরাই অবাক :O গ্রামেও টিভি চ্যানেল :O

তখন আমি রিমুট দিয়ে চ্যানেল ৯ চালু করলাম আর ইন্ডিয়ানি কে বললাম এইটা বাংলাদেশের ৯ নাম্বার চ্যানেল , আমার বাড়ির পাশেই এই চ্যানেলের অফিস :P তার পর রিমুট দিয়ে চ্যানেল '১৬ 'আনলাম , আর বললাম এইটা হইছে আমার এলাকার এক বড় ভাইয়ের চ্যানেল :P এইটা বাংলাদেশের ১৬ নাম্বার চ্যানেল :D তার পর গেলাম চ্যানেল ২৪ , তাকে বললাম এইটা হইলো ২৪ নাম্বার চ্যানেল , আমার এক আত্মিয় এ চ্যানেল এইটা এবং বাংলাদেশের ২৪ নাম্বার চ্যানেল , তার পর গেলাম চ্যানেল ৭১ টিভিতে । চ্যানেল ৭১ এ গিয়ে বললাম এইটা আমার বাড়ি থেকে দুই কিঃমিঃ দূরে , এইটা বাংলাদেশের ৭১ নাম্বার টিভি চ্যানেল ।

বাংলাদেশের টিভি চ্যানেল এইভাবে ১.২.৩.৪. সিরিয়াল করে , বাকি গুলা রাখি নাই , কারন অই গুলা অন্য এলাকার চ্যানেল ।

বাংলাদেশে ২-৩০০টি টিভি চ্যানেল এর বেশি আছে :( কে রাখে এই হিসাব :P



আমার এই কথা শুনে হিন্দি পুরাই তব্ধা খেয়ে বসে রইলো :D

মন্তব্য ১৭৬ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৭৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:১৫

স্বপ্নতরী (রাজু) বলেছেন: লুলায়িত আইডিয়া - কপি মারবো ভাবতাছি B-) B-)

২৮ শে মে, ২০১৩ রাত ৯:১৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) মারেন সমস্যা নাই :P দুপুরে লিখে ফেইস বুকে পোষ্ট করছিলাম , তাই ভাবলা্ম অনেক দিন হয় ব্লগে পোষ্ট করিনা , তাই এখানেও দিলাম ;)

২| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: চ্রম হইছে বস.... :D :D

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ধন্যবাদ

৩| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: এইডা একটু দেইখ্যেন

Click This Link

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি , আমি পোষ্ট দেওয়ার আগেই পরেছি , কমেন্ট করতে দেরী হলো । আমি বসের পেজে নিয়মিত লাইক কমেন্ট করি , আর বসেরে নিয়া তো অনেক গুলা পেজ হিট হইয়া গেছে

৪| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৪

শফিকুর রহমান শাহজাহান বলেছেন: চরম হইছে । এক খানা প্লাস লন।

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৪২

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ , কমেন্ট এবং পিলাচ দেওয়ার জন্য ;)

৫| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

রোজেল০০৭ বলেছেন: সেরাম কাম করচেন।

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৪২

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :|| :||

৬| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৪৩

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;)

৭| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:০৭

বাংলার হাসান বলেছেন: হা হা হা চরম।

২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:০৯

দখিনা বাতাস বলেছেন: ++++++++++++ : B-) B-) B-)

২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ;) ধন্যবাদ

৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:১৭

মদন বলেছেন: পুরাই সেইরাম :)

২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ

১০| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাংলাদেশে ২-৩০০টি টিভি চ্যানেল এর বেশি আছে :( কে রাখে এই হিসাব :P

আমার এই কথা শুনে হিন্দি পুরাই তব্ধা খেয়ে বসে রইলো :D,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চরম হইছে,,,,,,জব্বর মনে ধরল

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩০

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ :-P :-P

১১| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৮

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩১

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ মাহবুব ভাই

১২| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৯

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হাহহাহহা। কঠিন !

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ;)

১৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩১

নীল-দর্পণ বলেছেন: আপাতত দৃষ্টিতে তাকে বেকুব বানালেও আমার ত মনে হচ্ছে নিজেই বেকুব প্রমানিত হলেন.......সে যখন জানবে যে বাংলাদেশে আসলেই এত চ্যানেল নাই তখন আপনার এবং বাংলাদেশীদের সম্বন্ধে তআর ধারনাটা কি হবে চিন্তা করে দেখছেন....??

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: :( :( এতো কিছু চিন্তা করার কি সময় আছে ? হেইতে তো সুযোগ পাইলে আমারে সহ বাংলাদেশ নিয়ে বিভিন্ন উস্কানি মুলক কথা কইতো #:-S #:-S তবে সে সত্য জানতে জানতে বাংলাদেশের আরো গোটা ৫০ এর চ্যানেল হইয়া যাইবো

১৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: chanel 1 দিয়া শুরু করতে পারতেন কিছুদিন আগে হইলে|

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি :( ওইটা তো অনেক আগেই বন্ধ করেছে সরকার , সে চলে যাওয়ার পর মনে হইলো আরো কিছু চ্যানেল দেখাইতে পারতাম B TV , s tv , i tv , n tv , e tv , R tv কথা , এই দিকে A B C D থেকে শুরু :P

১৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩৮

হাসান মাহবুব বলেছেন: হাহা! তয় মুক্তাফার কথাডাও ভাবার মত (কমেন্ট ১৩)। ইন্ডিয়ানি মানে কি মহিলা ইন্ডিয়ান?

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪২

লিঙ্কনহুসাইন বলেছেন: না , আমি একজন প্রবাসী তাই শত শত হিন্দিদের সাথে দেখা হয় কথা হয় , সেই থেকেই এই ঘটনা

১৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪১

বাংলার এয়ানা বলেছেন: নীল-দর্পণ ভাইজানের যে দরদ উৎলাইয়া পড়বার লাগছে

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: নীল-দর্পণ ভাই না আপু :( সে খারাপ বলেনি ভালই বলেছে ।

১৭| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:০১

কেএসরথি বলেছেন: পরে সে আবার জানতে চাইলে বলে দিলেই হলো, দুস্টুমি করেছিলেন :P এত সিরিয়াস হবার কি আছে।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:০৬

লিঙ্কনহুসাইন বলেছেন: নাহ আবার A B C D দিয়া চালু করুম ;) ;) ;) B TV , s tv , i tv , n tv , e tv , R tv কথা , এই দিকে A B C D থেকে শুরু

১৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:১৭

বাংলাদেশী দালাল বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

১৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৪

বাংলাদেশী দালাল বলেছেন:
@বিশ্বাস করি 1971-এ - এই আপনার বিশ্বাস, রুচি আর ব্যবহার???


মজার একটা পোস্টে মেজাজটাই খারাপ কইরা দিল।

@ লেখক ব্যান মারেন। সবার সাথে এত ভদ্রতা দেখানের কিছু নাই।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে দুপুরের ঘটনাটা ঘটার পর নিজেই কিছু ক্ষন হালাম এবং ফেইস বুকে পোষ্ট দিয়েছিলাম , সব বন্ধুবান্ধরা মিলে সেরাকম মজা নিলাম ;) ;) তাই ভাবলাম অনেক দিন হয় সামুতে পোষ্ট দেই না । তাই এইটাই দিয়া দেই । কিন্তু সবাই মজা হিসাবে নিয়েছে কিন্তু বিশ্বাস করি 1971-এ এমন কমেন্ট করলো কেন বুঝলাম না ।

২০| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৭

বাংলাদেশী দালাল বলেছেন:
চমৎকার। উচিত কাম করছে। মডুরা এত তত্পর? B:-)
অভিনন্দন মডু। :D

আবার মজা পাইলাম =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং মডুদেরও , এতো তৎপরতা আগে দেখি নাই :-B :-B :-B

২১| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: কিরে তেলাচুয়া

২২| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৪২

বিশ্বাস করি 1971-এ বলেছেন: indian are people of chikon buddhu and we are ppl of mota buddi... see yur example

২৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৫০

শাহ্‌ ফখরুল ইসলাম আলোক বলেছেন: চমৎকার জুতা দান করলেন......... এবার গরুটা আমাকে দিয়ে দিন।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩১

লিঙ্কনহুসাইন বলেছেন: :#) :#) :#) :#)

২৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৮

ড. জেকিল বলেছেন: হাসতে হাসতে জান শেষ হয়ে গেলো ........ পুরা মদন বানাইছেন তো =p~ =p~ =p~

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) বেকুব গুলা হুদাই আমাদের সাথে তর্ক করতে আহে , কোন সুযোগ পাইনেই হইলো বাংলাদেশ নিয়া বাজে কথা বলা শুরু করে ।

২৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৯

গোবর গণেশ বলেছেন: ;) কামডা কইলাম কম হয় নাই B-)

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: :P :P :P

২৬| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:১১

তামিম ইবনে আমান বলেছেন:
অস্থির! পিলাস

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

২৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:১২

নীলতিমি বলেছেন:

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

২৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

অগ্নি সারথি বলেছেন: :-P :-P :-P :-P :-P :-P :-P :-P

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) , আসলে হইছে কি হেইতে অনেক খাচ্চর হিন্দি :/ এর আগে একবার তার সাথে আমার ক্যাচাল হইছিল । অনেক দিন আগে ইন্ডিয়ার আন্ধ্রা প্রদেশের একজন লোক মদ খেয়ে মাতলামি করতেছিল , তো এই দেখে এক সৌদি তারে জিজ্ঞাসা করেছিল এই লোক কোন দেশের অই হালায় আমার সামনেই বলে এই লোক বাঙ্গালী X( X( সেই দিন তার সাথে অনেক তর্ক এক পর্যায়ে মারামারি মতন হয়ে গেছিল । তার পর সেই সৌদি কে বললাম উনি হিন্দি বাঙ্গালীরা মদ খায় না ।

২৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহা!! পুরাই অস্থির!!!!!

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ

৩০| ২৯ শে মে, ২০১৩ রাত ১:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: লাগবা বাজি ;)

জোস ফাফর দিছেন ভাই :) অনেক ধইন্যবাদ ।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: আসলে হইছে কি হেইতে অনেক খাচ্চর হিন্দি :/ এর আগে একবার তার সাথে আমার ক্যাচাল হইছিল । অনেক দিন আগে ইন্ডিয়ার আন্ধ্রা প্রদেশের একজন লোক মদ খেয়ে মাতলামি করতেছিল , তো এই দেখে এক সৌদি তারে জিজ্ঞাসা করেছিল এই লোক কোন দেশের ? অই হালায় আমার সামনেই বলে এই লোক বাঙ্গালী X( X( সেই দিন তার সাথে অনেক তর্ক এক পর্যায়ে মারামারি মতন হয়ে গেছিল । তার পর সেই সৌদি কে বললাম উনি হিন্দি , বাঙ্গালীরা মদ খায় না ।

৩১| ২৯ শে মে, ২০১৩ রাত ১:২৪

দি সুফি বলেছেন: আমি বললাম আমার গ্রামেই তিন চারটা চ্যানেল আছে =p~ =p~ =p~ =p~

পরে কোনদিন দেখা হইলে পাপর ভাজা খাওয়াই দিয়েন :D

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: নাহ আবার A B C D দিয়া চালু করুম ;) ;) ;) B TV , s tv , i tv , n tv , e tv , R tv ,G TV এই দিকে A B C D থেকে শুরু

৩২| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৩১

কারিমাট বলেছেন: বাংলা চ্যানেল এর অভাব নাই
যেখানে বাংগালি আছে সেখানেই চ্যানেল আছে হোকসেটা বাংলাদেশে বা দেশের বাইরে

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি ইউরুপে অনেক বাংলা চ্যানেল আছে ।

৩৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৫৪

মিত্রাক্ষর বলেছেন: খেকযযযযযযযযয ++++++++ :P:P:P:P:P:P:P

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ;)

৩৪| ২৯ শে মে, ২০১৩ রাত ২:০৭

ঢাকাইয়া টোকাই বলেছেন: দেশের বাইরেও অনেক বাংলাদেশি চ্যানেল আছে, সেটা দেশের অনেকেরই জানা নাই। যেমন ইংল্যান্ডের বাংলা টিভি। আমি একবার দেশের এক বন্ধু কে বলাছিলাম যে বাংলাদেশে যে কয় টা বাংলা চ্যানেল দেখা যায় তার থেকা ইউরোপে আরো বেশি বাংলাদেশের চ্যানেল দেখা যায়।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি ইউরুপে অনেক বাংলা চ্যানেল আছে ।

৩৫| ২৯ শে মে, ২০১৩ রাত ২:১৮

অনির্বাণ রায়। বলেছেন: :P

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৫

লিঙ্কনহুসাইন বলেছেন: :-P :-P

৩৬| ২৯ শে মে, ২০১৩ ভোর ৪:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: হাহহা। আগে তো ভেবে দেখি নাই!

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) আবার A B C D দিয়া চালু করুম B TV , s tv , i tv , n tv , e tv , R tv ,G TV এই দিকে A B C D থেকে শুরু

৩৭| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:১০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

৩৮| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:০০

মামুন রশিদ বলেছেন: সেইরাম ;)

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:০৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৩৯| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:১৬

আমিভূত বলেছেন: হাহাহা খুব ভালো করেছেন ,ইন্ডিয়ান গুলা নিজেগোরে কি যে মনে করে উপরওয়ালাই জানেন । আমার এক ইন্ডিয়ান কলিগ একদিন আমাকে তাচ্ছিল্য করেছিল বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার নিয়ে এরপর দিন ই আমাদের তামিম ফাটাইয়া দিসিল :) আমার কিছু বলা লাগে নি সে নিজেই আমাকে ডেকে বলেছে তোমাদের একজন তামিম এর জায়গায় ২জন তামিম হলে প্রতিপক্ষকে খেলার আগে ভাবতে হবে ;) :-0

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:২৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য

৪০| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৩৭

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-))

৪১| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৩

অপ্‌সরা বলেছেন: আমি বললাম আমার গ্রামেই তিন চারটা চ্যানেল আছে :p আমার এই কথা শুনে হেইতে তো পুরাই অবাক :O গ্রামেও টিভি চ্যানেল :O


হাসতে হাসতে শেষ আমি!:P

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) । এই এইটা না করলে হেইতে আমারে চ্রম ভাবে অপমান করতো , বলতো ইন্ডিয়ার এতো এতো নামিদামি চ্যানেল কেন রাখিনা ।

৪২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯

s r jony বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫১

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-)) B-))

৪৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০০

ভোরের শিশির । বলেছেন: বস । কি আর লিখব । ইন্ডিয়েনের অবস্থা চিন্তা করে হাসতে হাসতে আমার পেট বেথা হয়ে গেছে ।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫১

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-)) ধন্যবাদ কমেন্ট এর জন্য

৪৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

ততততততততততততততত বলেছেন: ফাটাফাটি হয়েছে। মারাত্বক বুদ্ধি আপনার। +

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: :P :P :P :P

৪৫| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪১

ভাম_বেড়াল বলেছেন: =p~ =p~ =p~

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-)) B-))

৪৬| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২১

হাসি .. বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-))

৪৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

আহারে...কেউ হেপি বাড্ডে জানায় নাই ?!

আমিতো হেপি বাড্ডে জানাতে এলাম !:#P !:#P

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ আফা : ;) আসলে আমি হইলাম একজন সাধারন ব্লগার তাই , সেলিব্রিটি ব্লগার হলে অবশ্যই জানাজানি হইতো :P

৪৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

তুষার মানব বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

৪৯| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১১

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ভাইয়া তুমি কোন লিংকন ভাই? আইড়লবেলের লিংকন ভাইয়া নাকি? হোমানে খুঁজতাছি!

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম আমি

৫০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪

সাইফ সামির বলেছেন:

হা হা হা! দারুণ বোকা বানানো গেছে! =p~

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ সামির ভাই । সেই দিন ছাগু মনে করে আপনার পোষ্টে কমেন্ট করেছিলাম , কিন্তু কমেন্ট করার পর দেখি অই টা আপনার পোষ্ট , তাই সাথে সাথে লগআউট হয়ে গিয়েছিলাম :-*

৫১| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

~মাইনাচ~ বলেছেন: চরম ব্যাপার =p~

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

লিঙ্কনহুসাইন বলেছেন: অনেক দিন পর দেখলাম ব্লগে আপনাকে , থাকেন কই মিয়াঁ সেই আগের আনন্দ তো পাই না

৫২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১

রিমন রনবীর বলেছেন: খায়ালচে রে =p~ =p~ =p~ =p~

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ;)

৫৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

হাসি .. বলেছেন: =p~ আমি হাসিনি মানে হাসি নাই , আমি নাই তা না, মানে আমি হাসি নি। মানে এই পোষ্ট পড়ে আমি হাসনি, এখনো বুঝা গেল না? উফ

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: আমার হাসি খালায় কেন হাসেনা ! হাসি খালা হাসেন হাসেন , অনেক দিন হয় আপনারে ব্লগে দেখিনা :!> :!> :!>

৫৪| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৯

~মাইনাচ~ বলেছেন:

এটা কি আপনি? =p~ =p~

১১ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: না । কয় দিন আগে ফেইস বুকে এক পেজে পেছিলাম ছবিটা এবং কোন এক গরম কবিতায় ছবিটা দিয়ে কমেন্ট করেছিলাম ।

৫৫| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯

সালমাহ্যাপী বলেছেন: হে হে হে

এক্কারে কামের কাম করসেন =p~ =p~ =p~

১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-)) ধন্যবাদ

৫৬| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

bakta বলেছেন: আপনার মহান কর্মের জন্য গর্বিত সারা বাংলাদেশ বাসি ।

কাউকে (বিদেশীদের) মিথ্যা করে দেশের কথা বাড়িয়ে বলে দেশকে মহান , আধুনিক বানানো যায় না । মহান বানাতে গেলে দেশের জন্য মহৎ কিছু কাজ করুন যাতে বিশ্বের দরবারে প্রশংসনীয় হয়ে ওঠে ।

এর আগে আপনি এমনই এক পোষ্ট দিয়েছিলেন । তাতে ১০০% ব্লগারকে দেখেছিলাম আপনার প্রশংসা করেছেন । বুঝতেই পারা যায় বর্তমান প্রজন্ম কত অ-সদাচারী। আর সেই কারণেই বাংলাদেশের এই দুরবস্থা । কাউকেই দেখলাম না সেদিন এই মিথ্যাচারের প্রতিবাদ করতে । এই রকম মিথ্যাচার করে ভন্ডামি করে চালালে ভবিষ্যৎ প্রজন্ম কে কি শেখাবেন ? আপনাদের মতো মিথ্যুক,ঠক,প্রতারক,ভন্ড ভবিষ্যৎ প্রজন্ম কে এই বাংলাদেশ উপহার দেবেন ?

ফাটা পা ঢাকতে শাড়ি নামানোর কি দরকার ছিল বলুন তো ?

একটা কথা আছে মনে রাখবেন - "সততাই মুলধন"

কত আর মুখোশ পড়ে দেখাবেন ? যেদিন মুখোশ খুলে যাবে সেদিন জায়গাটা ঠিক করে রাখুন কো্থায় লুকোবেন ।

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১২

লিঙ্কনহুসাইন বলেছেন: বাহ বকতিতা তো ভালই দিলেন ! আরেক জনকে জ্ঞান দেওয়ার আগে নিজে দেশের এবং ভবিষ্যৎ প্রজন্ম কে কি দিলেন সেইটা দেখবেন তার পর জ্ঞান দিতে আসবেন ।

৫৭| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

১২ ই জুন, ২০১৩ রাত ১১:১১

লিঙ্কনহুসাইন বলেছেন: বুঝবার পারছি মজা পাইছেন B-)) B-)) B-)) B-))

৫৮| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে হে দারুন কাজ করছেন ;)

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬

লিঙ্কনহুসাইন বলেছেন: B-)) B-)) B-)) ধন্যবাদ

৫৯| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

সোহাগ সকাল বলেছেন: হাহাপ্যাখুগে! :D

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭

লিঙ্কনহুসাইন বলেছেন: :-* :-* :-* পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ

৬০| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ভালা কাম করছেন :)

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম :-*

৬১| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০২

ইলুসন বলেছেন: ভাই দেখি একেবারে কোপাইয়া দিছেন! =p~

২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) তাই নাকি

৬২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০১

স্বঘোষিত মিসির আলী বলেছেন: চাঁচা আমার চ্যনেল কয় নাম্বার !

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ভাতিজা তোমারই তো সব

৬৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: বক্তার বক্তব্যের সাথে একমত......মিথ্যাচার দিয়ে বোকা বানানো মধ্যে গর্বের কোন কিছুই নেই....আফসোস লোকজন এখন মিথ্যাচারকে বাহ্ববা দিতে ভালবাসে...

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ জ্ঞান দেওয়ার জন্য !

৬৪| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭

রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: ২২তম ভালোলাগা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

++++++++++++++++++++

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬৫| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: মজা মজাই. উনি তো এমন কোন মজা করেন নাই যেটাতে ইন্ডিয়ার মান সম্মান নিয়া টান পড়ছে. জাষ্ট এ নরমাল জোকস টাইপ ফান. সিরিয়াস কিছু তো না. সব জোকসই বেকুবির সাথে রিলেটেড হয়. ব্রাদার মজা পাইছি. লেখতে থাকেন.

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১২

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য ।

৬৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহাহাহা :D :D :D :D

২৮ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ

৬৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: মুল্যাবান কথা
:-P B-) ;)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ধন্যবাদ

৬৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: একদিন সত্যি আমাদের ৩০০/৪০০ চ্যানেল হবে! আগামী ১০ বছরে আপারা যদি ক্ষমতায় থাকে!

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: আমরা ক্ষমতায় থাকি মানে ? বুঝাইয়া কন

৬৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

হাসি .. বলেছেন: নতুন পোস্ট কই?? X((

০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ্নতুন পোষ্ট দুইটা লিখে রেখেছি , কিন্তু সাহসে কুলাচ্ছেনা :প যদি হিট না খায় । আরে আলতু ফালতু পোষ্ট দিয়েছি কিন্তু এখন অনেক চিন্তা ভাবনা করে দিতে হয় কারণ অনেক দিন তো হলো ব্লগে

৭০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৮

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ

৭১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮

খাটাস বলেছেন: ভাগ্যিস ৭১ টি ভি টা ছিল, নাহলে যে দাদা কে বে ইজ্জত করা যেত না। মাঝে মেলা গ্যাপ। দাদার নাজেহকাল অবস্থা দেখে মজা পেলুম। =p~ =p~ =p~ =p~

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ ;) ;)

৭২| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হাসতে হাসতে ব্লগ পড়া শেষ করলাম আজকের মতো ! মাইনাচ এর ছবিটা দারুণ !

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

৭৩| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
B-) B-) B-) B-)

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

৭৪| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: নতুন পোস্টের অপেক্ষায়।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ব্লগেই তো আসার সময় পাইনা পুষ্ট দিমু কেমতে । তার পরেও দেখি দুই একদিনে হবে

৭৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২

মুহাম্মাদ আলী২ বলেছেন: পিলাচ দিলাম :)

তয় বক্তা মনে হয় একজন ইন্ডিয়ান।ওরে এইখান থিকা লাইথায়া ভাগান X((

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ধন্যবাদ । সমালোচনাকারি সব জাগাতেই দুই একজন থাকা দরকার !!

৭৬| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

তাসজিদ বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) মজা পাইলাম।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ

৭৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

সপ্নাতুর আহসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ মজারু

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ধন্যবাদ ।

৭৮| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩২

লোকমান বলেছেন: বহুত ভালা কাম করছেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

লিঙ্কনহুসাইন বলেছেন: লোকমান ভাই কিতা খবর , কেবা আছুন

৭৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫

আমার মন বলেছেন: B:-/ B:-) :-B B-) আপনে ত মিয়া চেপা বাজ :P

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: এই তো মিথ্যা কইলেন :/ আমি চাপা বেচিনা । চাপা দেই

৮০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: তব্দা খাওয়াইয়া তো দিলেন দেখছি ভালোই, মজা পাইলাম।


গতকাল আপনার ছাগলে খাওয়া গ্রামার বই নিয়া পোষ্টখানা পড়ে খুবই মজা পেয়েছিলাম, মন্তব্য কলরে ক্লিক করতেই বলে লেখক পোষ্টখানা সরিয়ে নিয়েছে, বলি ব্যাপারখানা কি?

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ব্যাপারখানা হলো লেখাটার মধ্যে আমি কোন রসকষ পাইনাই :| পোষ্ট করার পর চিন্তা করলাম এইতা কোন ধরনের পোষ্ট হলো ? পোষ্টের মধ্যে না আছে কোন বিনোদন না আছে কোন কষ্টের ছাপ । ঘটনা গুলা আসলে ঠিক ভাবে উপস্থাপন করতে পারিনি তাই ড্রাফে নিয়েছি ।

৮১| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লেগেছিলো, তাহলে কি ভাববো আমার কোন রুচিবোধ নাই :)

২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

লিঙ্কনহুসাইন বলেছেন: =p~ =p~ =p~ । আসলে লেখাটার মাঝে দুঃখ বা রম্য কোনটাই ফুটে উঠেনি তাই । প্রতিটা পোষ্ট কোন না কোন কাহিনী নিয়ে সবাই লিখে এবং সেইটা যদি ঠিক ভাবে উপস্থাপন করা না যায় তাহলে সেই পোষ্টা আসলে অর্থহীন হয়ে পারে ।

৮২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ভাইয়া, নতুন পোস্ট আর দিবেন না?? :(

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

লিঙ্কনহুসাইন বলেছেন: একটা দিছিলাম :( তবে ৫ মিনিট পর নিজেই মুছে ফেলেছি ;) ;) নিজের কাছেই ভালো লাগেনি বলে ।

৮৩| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: উদ্যোগ নেন এবার ভাইয়া, কোন একটা টপিক নিয়ে লিখতে শুরু করেন আবারো। অনেক দিন হয়ে গেছে পোস্ট পাই না। :(

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০২

লিঙ্কনহুসাইন বলেছেন: ওকে আপু ;) চেস্টা করে দেখতেছি ।

৮৪| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বেকটা - নামক গিয়ানি (গু)নিদের জন্যই সমাজ আজ টিকে আছে ?? =p~ =p~ =p~


একটা কথা আছে -

When u play with a great man , play like a great man . But when u play with a bastard , play like a greater bastard !!! :#)

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ

৮৫| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সুপান্থ সুরাহী বলেছেন:
দেশের জন্য ইরাম একদুটা মিছা কথা কইলে কী হয়?


মজা পাইলাম....

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । আসলে ব্যাপারটা সবাই মজা হিসাবে নিলে ভালো হয় । আমার সামনে কেউ আমার দেশ নিয়ে বাজে কথা বলবে , আর ইন্ডিয়ানিরা সুযোগ পেলেন আমাদের নিয়ে সামালোচনা করে :(

৮৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০

আ.র.জা বলেছেন:
অনেকে ইন্ডিয়ার সাথে আমাদের তুলনা করে শুধু সংখ্যা দিয়ে। আমার মতে এটি ভুল।

এটা আমি মনে করি যে বাংলাদেশ অনেক ব্যাপারে ভারতের চেয়ে এগিয়ে তবে আমার মতে শুধু সংখ্যা দিয়ে তাদের সাথে আমাদের তুলনা করলে হবে না। মনে রাখতে হবে ভারতের আয়তন বিশাল। ৩০ টির বেশী রাজ্য। অপরদিকে বাংলাদেশের আয়তন ইন্ডিয়ার একটি রাজ্যের সমান। তাই সংখ্যা দিয়ে দুই দেশ বিবেচনা করলে সেটি হবে অসম লড়াই।

উদাহরনস্বরুপ, বিশাল ইন্ডিয়ার সব প্রদেশের সব ভাষার চ্যানেল হিসাব করলে ২০০-৩০০ চ্যানেল তো হতেই পারে। এত চ্যানেল নাই বলে এদেশ পিছিয়ে আছে? মোটেই না। দেখতে হবে ইন্ডিয়ার কোন রাজ্যে কি আমাদের দেশের মত এত চ্যানেল আছে কিনা।

এইরকম উদাহরন আরো দেয়া যায়। তাই ইন্ডিয়ার সাথে তুলনা করলে এই আয়তনের বিষয় মাথায় রাখা দরকার।

অনেক সময় আমার সাথেও ইন্ডিয়ানরা আলাপ করে যেমন, ইন্ডিয়ায় এত এয়ারলাইন্স, এত এয়ারপোট আছে, বাংলাদেশে কয়টা ইত্যাদি। তখন আমি বলি, এই ব্যাটা তোর প্রদেশ পান্জাব বা গুজরাটে কয়টা এয়ারলাইন্স বা এয়ারপোট আছে আগে বল। তখন হিসাব করলে যা বের হয় তাতে দেখা যায় বাংলাদেশেই বেশী আছে।





৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । মজা হিসাবে নিলেই ভালো হয় । ভারত বড় দেশ সেইটা সবাই জানে আমাদের থেকে সব কিছু তাদের বেশি থাকবে এটাই স্বাভাবিক ।

৮৭| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

রবিউল ৮১ বলেছেন: আপনার এই পোষ্ট পড়ে আমি নিজেও পুরাই তব্ধা খাইয়া গেলাম। B-) B-) B-) B-) B-) :D

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ধন্যবাদ

৮৮| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

আখিলিস বলেছেন: ঠিক করছেন - এই ইন্ডিয়ান শালারা ২ দিন ধইরা পয়সা হাতে পাইয়া এমন ভাব লয় যেন পুরা দুনিয়াটা কিন্না ফালাইসে ।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.