নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ রহমান বাধন

"just skip me............."

এইচ রহমান বাধন › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমার প্রতি

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

কোন সংশয় নেই, আছে কিছু নির্ভেজাল দাবি

রান্না ঘরে চায়ের পাতিল, কোমরে তোমার ঝন ঝন চাবি

খুব বড় নয়, দুই জনের ছোট্ট একটা ঘর

পরিপাটি বিছানা বালিশ, ঘুমে বুঁদ অতঃপর



কোন অভিযোগ নেই, আছে শুধু ছেলেমানুষি চাওয়া

হাতের তালুর দূরত্বতে দিবানিশি তোমাকে পাওয়া

প্রতি মুহূর্তে বাঁকা ঠোঁটে যেন কর তুমি আমাই নালিশ

তোমার আমার ব্যবধান মুছুক একটা মাত্র বালিশ



আমার চায়ের ফরমায়েশে উঁচু তোমার কণ্ঠস্বর

ক্রিকেট পাগল আমার সাথে প্রতিনিয়ত ঝড়

তোমার মনের খবর জানি, জানা তার পরিমাপ

দুজন মানুষের তৃষ্ণা মেটাবে একটি মাত্র কাপ



তোমার জন্য লেট হবে বাস, তবু আনব চকলেট

আমার জন্য অপেক্ষাতে, উপেক্ষাতে খাবারের প্লেট

দরজা খুলেই দেখবে তুমি আমার হাতভর্তি ফুল

সুখের পালে লাগবে হাওয়া, স্রোতের অনুকূল



কোন সংশয় নেই, আছে কিছু নির্ভেজাল দাবি

রান্না ঘরে চায়ের পাতিল, কোমরে তোমার ঝন ঝন চাবি

কোন অভিযোগ নেই, আছে শুধু ছেলেমানুষি চাওয়া

হাতের তালুর দূরত্বতে দিবানিশি তোমাকে পাওয়া



(১৪ই মার্চ, ২০১৪)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: ভালো লাগলো।
আপনি এত কম কেনো লেখেন, বা পোস্ট করেন ?

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২০

এইচ রহমান বাধন বলেছেন: বলেছেন: আমি আজ লেখা শুরু করলাম ভাইয়া। দোয়া করবেন যেন নিয়মিত লিখতে পারি। ধন্যবাদ । @ সাজিদ

২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২০

এইচ রহমান বাধন বলেছেন: আমি আজ লেখা শুরু করলাম ভাইয়া। দোয়া করবেন যেন নিয়মিত লিখতে পারি। ধন্যবাদ । @ সাজিদ

৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

সাজিদ উল হক আবির বলেছেন: অবশ্যই।
নিরন্তর শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.