নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ রহমান বাধন

"just skip me............."

এইচ রহমান বাধন › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

তুমি আমার দুচোখে জমা জল, জলের সঞ্চারপথ



বুকের ভেতর ভেজা বারুদ ঘর, বিস্ফোরণের অতঃপর



তুমি আমার অসম্ভবের সঙ্গা, অবাস্তব একমাত্র দাবি

তুমি আমার সাধ্যের বাইরে ছুঁয়ে দেখা সাদা পাঞ্জাবি



তুমি আমার একান্ত রাতজাগা, রাতভোর শিউলি ফুলে



তুমি আমার লুকানো দীর্ঘশ্বাস,চোখ বুজে দেখা নীলাকাশ



তুমি আমার জিয়নকাঠি, আমার আরেক নাম

তুমি আমার চূড়ান্ত কৌতূহল, আমাদের হাতের ঘাম



তুমি আমার স্বপ্নের সংসার, শুকাতে দেয়া তোমার নীল শাড়ি

আমাদের ছোট্ট ঘর, মেঘের ওপর বাড়ি



তুমি আমার চোখের জলের রংধনু, তার হাজার রঙ



তুমি আমার অসম্ভবের সঙ্গা, অবাস্তব একমাত্র দাবি

তুমি আমার সাধ্যের বাইরে ছুঁয়ে দেখা সাদা পাঞ্জাবি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.