![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ছিল ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। হুমায়ুন আহমেদ বলতেন, রবিঠাকুর না জন্মালে আমরা আমাদের আবেগ প্রকাশ করতে শিখতাম না। আমারও ও তাই মনে হয়। উদাহরণ হিসেবে তাঁর গানের একটা লাইনই যথেষ্ট । "" ফুলে ফুলে ঢলে ঢলে/ বহে কি বা মৃদু বায়/ .................. কি জানি কিসেরও লাগি/ প্রাণও করে হায় হায় !! "" আমি অনেক পরে বুঝতে পারি তাঁর কথার মানে। আসলেই, অসম্ভব সুন্দর কিছু অনুভব করার মুহূর্তটা আমাদের নিসঃঙ্গও করে, কারও অভাব জানান দেয়। আমি নিজে ব্যাপারটা অনুভব করেছি। রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তাটা এখানেই। আমি বুঝি এই একাকীত্বটা ।কিন্তু, প্রকাশ করতে পারিনি কখনো। যেটা কত সুন্দরভাবেই না আমাদের বুঝিয়ে দিয়েছেন এই মহামানব। তাঁকে উপমা দেয়ার মত কোন শব্দ আমার জানা নেই। আজ তার জন্মদিনে আমার এতটকুই শ্রদ্ধাঞ্জলি। আমি মেধাবী নই, তাই এর বেশি ভাল লিখতে পারব না।
এবার আসি মূল কথাই । আজ ছিল আমার আমার UIU এর শেষ ক্লাস। আমার চার বছর শিক্ষাজীবনের শেষ দিন। অনুভুতি কি এখনও বুঝতে পারছিনা। তবে দিনটাকে মনে রাখার জন্য এই ভুমিকা। এক মহান মানুষের জন্মদিনে আমার শেষ ক্লাস হল।
মনে রাখার জন্য এই বিশেষ দিনটাই আমার জন্য যথেষ্ট ।
©somewhere in net ltd.