![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকক্ষণ ধরে নাকের ডগায় একটা হাঁচি আসি আসি করে আসছে না । আমি ও রুমাল নিয়ে প্রস্তুত । চেহারাটা শাবানার কান্না কান্না মুখের মত দেখাচ্ছে মোটামুটি নিশ্চিত । আয়নার অভাবে দেখতে পারছিনা । গলার স্বর অনেকটা বিড়ালের মিউ মিউ এর মত শোনাচ্ছে । কয়েকদিন আগে বিয়ে হয়ে যাওয়া x girlfriend কে ফোন করে মজাটা নিতে ইচ্ছে করছে । গলার ভয়েছ শুনলে নির্ঘাত ভাবত দেবদাস ২ মুভির নায়ক হয়ে কমলাপুর স্টেশন এ ঘুরতেছি
নাকের ফুটোর সাথে মনে হয় ডেড সী এর কোন একটা গোপন সুড়ঙ্গ ব্যবস্থা হয়ে গেছে । র্যাব আর পুলিস বাহিনী একে বাংলাদেশ ব্যাংক লুটের প্লান মনে করে নাকের মালিক হিসেবে আটক করে কিনা ভাবছি আর সুরুত সুরুত করে নাক টানতেছি ।
হা... হা... হাচ্চু... এক্কেবারে মাইখা গেলাম
২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
অর্ণব_০০৭ বলেছেন: ২ টা হিসটাহিন খাইয়া ঘুম যাওন যায় কিনা ভাবতাছি
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
শাপলা নেফারতিথী বলেছেন: হাঁচি..!!!
ইস্স, দিলেন তো মনে করিয়ে
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
অর্ণব_০০৭ বলেছেন: শীতে সবার কমন স্টোরি
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
উদাস কিশোর বলেছেন: বেশী হাঁচি হইলে বড়ি খায়া লন মিঁয়া ।
_
_
_
ধুরু