![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্ঠার পৃথিবীতে এ কেমন বিচার !
একপক্ষ পেট ভরে খেতে পায়,
অপরপক্ষ ঝুটার আশায় চেয়ে রয় ।
মানুষ হয়েও ঠিক যেন কুকুরের আহার !
শরীরের রক্ত জল করে ফলায় সোনালী ফসল
তবু বর্গা মালিকের ঋন শোধে হারায় সকল ।
সারা বছর গতর খেটে ফসল ফলায় যারা,
এদের ভাগ্যেই জোটে আঁটি ভর্তি খরের নাড়া !
(অসম্পূর্ণ)
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪০
অর্ণব_০০৭ বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য ।
প্রায় ২ বছর আগের লেখা খসড়া থেকে দিলাম । ভাবছি এবার শেষ করব ।
২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩
বোকামন বলেছেন:
অসম্পূর্ণ ই থাকুক। সম্পূর্ণটা কেবল কষ্টই বাড়াবে ...
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯
অর্ণব_০০৭ বলেছেন: ধন্যবাদ বোকামন ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩২
মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন, সম্পূর্ণ করে ফেলুন ।