নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়কে বাধিয়া রাখার আমার ব্যর্থ প্রয়াস।

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.

নুপুরের রিনিঝিনি

মন আমার প্রজাপতির পাখনা..পাতায় পাতায়.ফুলে ফুলে উরে এখন যাকনা...

নুপুরের রিনিঝিনি › বিস্তারিত পোস্টঃ

কবি!

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:১০

তুমি আমার এমন ই এক কবি যাকে

এই জীবনে ভরবে না এই মন ভালোবেসে

যার নিবিশে, যার পরশে ক্ষনে ক্ষনে প্রতিক্ষনে

মন আমার আস্বস্ত হয় একান্ত আপনতার

যার বুকে মন ঠাই খুঁজে বেরায় ক্লান্তিতে, নির্ভরতায়, অস্থিরতায়





কোনো এক গোধূলীলগ্নে, সূর্য যখন অস্ত যাচ্ছিলো

মায়া তোমার বসে ছিলো একলা একা , তুমি এসেছিলে নিরবে

বারিয়ে দিয়ে হাত খানি তোমার আমার দিকে...আর রেখেছিলে চোখে চোখ

সেদিন তোমার চোখের ভিতরে চেয়ে দেখিছিলাম

আর বুনেছিলাম আমার স্বপ্নের রাজপ্রাসাদ



আজো যখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর বাতাস বইছে

মনে পরছে আমার ভালোবাসার ঐ প্রতিটা মূহুর্ত

মনে পরছে হাসি-কান্না, ছোট ছোট খুনসিটি..সব মনে পরছে ..

মনে পরছে কেমন করে আগলে রাখতে তুমি আমায় অন্য সবার কাছ থেকে

যেমনটি তুমি এখনো করো, বরং আগের চেয়ে আরো অধিক মাত্রায়..



তুমি কবি শুধু আমারি কবি,

যার অপেক্ষায় ছিলাম আমি

অবশেষে পরিশেষে পেলাম তোমায়

আমার করে, মায়াঘেরা মায়ারাজ্যের রাজা করে।











মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিকে নিয়ে কবিতা নাকি প্রেম! সুন্দর

২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ সুন্দর :) ||

৩| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম কয় লাইন পড়ে বাংলা সিনেমার একটা গান মনে পড়ছিলো।

তবে কবিতা ভালো হইছে।

৪| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১৭

অপু তানভীর বলেছেন: আপু আপনি সত্যিই আপনি ??

কতদিন পরে আপনি পোষ্ট দিলেন ????
কই গেছিলেন হারায়ে ??

আমি যাদের লেখা নিয়মিত পড়ি তারা একটাও নাই সামুতে ! যাক অনেকদিন পরে আপনার পোষ্ট পড়লাম ।

নিয়মিত হবেন আশা করি :)

কবিতা ভালা পাইছি !!

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫৩

সায়েম মুন বলেছেন: কি সৌভাগ্য দুই কবির!

৬| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

নীরব 009 বলেছেন: আপনি!!! ভাল আছেন? আপনার পুরনো নামটা মনে পড়ল হঠাৎ ;)

৭| ১৩ ই জুন, ২০১৩ ভোর ৪:১৩

বটবৃক্ষ~ বলেছেন: তুমি কবি শুধু আমারি কবি,
যার অপেক্ষায় ছিলাম আমি
অবশেষে পরিশেষে পেলাম তোমায়
আমার করে, মায়াঘেরা মায়ারাজ্যের রাজা করে।


কি অসম্ভব মায়াবী প্রেমের কবিতা!! অনেক অনেক ভালোলাগা.....।:)

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নুপূররর !
আপনার আইডি অনলাইন দেখলে ভাল্লাগে !! !:#P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩

নুপুরের রিনিঝিনি বলেছেন: :)

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

আপনার কবি আপ্নারই থাকুক :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

নুপুরের রিনিঝিনি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.