| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোফরান চ.বি
যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে।
একসপ্তাহ পরে সেফ হওয়ার পর ব্লগে এসে দেখলাম সাম্প্রতিক মন্তব্যে মন্তব্য দেখাই যায়না।
ভাই বইলা দেন যাইগা।
অভিযোগ করতে করতে ক্লান্ত।
ভাল লাগলো লাগলো আপনাদের আচরণ।
বাগ হলে বলে দেন। যাইতে বললেও বলেন । সালাম দিয়ে যাইগা ভাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০
গোফরান চ.বি বলেছেন: কারে বুঝাই মনে দুঃখ ? ![]()
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৯
আমিই মিসির আলী বলেছেন: ধৈর্য্য ধরেন।
আর রিপলাই দেয় না এমুন জায়গায় মন্তব্য না দেয়াই ভালো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১
গোফরান চ.বি বলেছেন: সহমত। উনারা মন্তব্য ডিজার্বই করেন না। ছোট ব্লগার একটি বড় কথা বলে ফেললাম।
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৩
রিফাত ২০১০ বলেছেন: আমিই মিসির আলী বলেছেন: ধৈর্য্য ধরেন।
আর রিপলাই দেয় না এমুন জায়গায় মন্তব্য না দেয়াই ভালো
লিখুন । আপনি ভালো লিখবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪
গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ রিফাত।তুমি লিখ না কেন এখন ?
৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৯
প্রামানিক বলেছেন: ভাই রাগ করবেন তো হেরে যাবেন।
ধৈর্য ধরে থাকবেন তো সফলতা পাবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৪
গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকা হোক ।
৫|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
ধৈর্যবান হউন!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৮
গোফরান চ.বি বলেছেন: ওকে ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮
নীলপরি বলেছেন: টেকনিকাল প্রবলেম হতে পারে । একটু ধৈর্য্য ধরতে হবে ।
শুভকামনা ।