নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখবো বলে দুচোখ মেলেছি। তাই তোমাদের কাছে এসে দুহাত পেতেছি।

গোফরান চ.বি

যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে।

গোফরান চ.বি › বিস্তারিত পোস্টঃ

চট্রগ্রামে ব্লগ দিবস উৎযাপন করার আহবান জানাচ্ছি।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৬

আমি ব্লগে নতুন। ঢাকার বাইরে চট্টগ্রামে থাকায় জানা ম্যামের সাথে এখনো দেখা বা কথা হয়নি। এবার ঢাকায় গেলে দেখা হবে ইন শা আল্লাহ। আমি জানতে পেরেছি হেফাজত ইসলাম আর জামায়াত ইসলামের ভয়ে নাকি গত বছর ব্লগ ডে পালন করা থেকে বিরত ছিলো ব্লগার রা । এবছর এসব ছাগুর বাচ্চা যারা ২ % নাস্তিক এর কারণে ৯৮ % ব্লগার কে নাস্তিক বলে তাদের ভয় না পেয়ে ব্লগ দিবস পালন করার জন উদাত্ত আহবান জানাচ্ছি।

২ মাস ব্লগীয় জীবনে যে কজন চাটগাঁইয়া ব্লগারের সাথে পরিচিত হয়েছি তারা হলেনঃ
১) ব্লগার আমি তুমি আমরা
২) ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি
৩) ব্লগার মনিরা সুলতানা
৪) ব্লগার নিশাত তাসনিম
৫) ব্লগার ইমরাজ কবির মুন।
৬) ব্লগার মাহমুদ ০০৭
৭) চাটগাইয়া জাবেদ

আরো অনেকেই হয়তো আছেন। আমিই একজন। বাকি ৩ জন হলে একটা ক্রিকেট টিম্ম হয়ে যাবে। প্ল্যাস হিসেবে ডি সি হিল , নেভাল, হালিশহর সমুদ্র পাড়, ফয়েজলেক, সানমার মহানগর গ্রীন পার্ক উপযুক্ত।

এসব স্থানে যদি ভয় লাগে তাহলে আমার বাসার ছাদে করা যায়। আমার বাসার ছাদ থেকে বাইরের দৃশ্য খুব সুন্দর। যেহেতু ছাগু জামাত ও জঙ্গি ছাগুরা ব্লগ দিবস পালনে একমাত্র বাঁধা তাই এদিন একটি ছাগল জবাই করে কাচ্চি বিরিয়ানি বানানোর দায়িত্ব টা আমার আম্মুকে দেওয়া হবে।

বারকোড থেকে একটা কেক এনে সাউন্ড সিস্টেম বাসায় আছে।

সুতরাং সকাল থেকে রাত পর্যন্ত সে মজা করা যাবে। ছাদে ছিলেকোটা আছে। তাই ক্যারাম, দাবা , ২৯ ইত্যাদি খেলা যাবে।

পোস্টে উল্লেখিত ব্লগার ও চট্টগ্রামের অনন্য ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।

মডুর কাছে একটি অনুরোধঃ আমার নাম হইলো মোহাম্মদ গোফরান। আমার বিশ্ববিদ্যালয়ের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাই আমার নিকের নাম গোফরান চ বি। আমার নিকের নাম পরিবর্তন হয়ে কিভাবে গোফরাবন হয় তার কোন জবাব যদি আপনাদের জানা থাকে তাহলে জবাব দিন। আর যদি না থাকে তাহলে ভদ্রভাবে অনুরোধ করছি আমার নামের বানান ঠিক করে দিন।

আমার বাসার আশে পাশের দৃশ্যঃ

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: ভালো উদ্যোগ।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫২

গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৪

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: খুব ভালো উদ্যোগ তবে

* আমি জানতে পেরেছি হেফাজত ইসলাম আর জামায়াত ইসলামের ভয়ে নাকি গত বছর ব্লগ ডে পালন করা থেকে বিরত ছিলো ব্লগার রা

এই তথ্য কোথায় পেলেন? জানতে ইচ্ছা করে।



* সুতরাং সকাল থেকে রাত পর্যন্ত সে মজা করা যাবে। ছাদে ছিলেকোটা আছে। তাই ক্যারাম, দাবা , ২৯ ইত্যাদি খেলা যাবে।


ব্লগ ডে কি শুধুই সকাল থেকে রাত পর্যন্ত ছিলেকোটায় মজা করে কাটিয়ে দেবার জন্য?


তবে সবচেয়ে মজা পাইসি
* আমার নিকের নাম পরিবর্তন হয়ে কিভাবে গোফরাবন হয় তার কোন জবাব যদি আপনাদের জানা থাকে তাহলে জবাব দিন।

আপনার নামের এই রহস্যময় পরিবর্তন দেখে হা হা । সামুও দেখি আপনার সাথে মস্করা করে।


* আর যদি না থাকে তাহলে ভদ্রভাবে অনুরোধ করছি আমার নামের বানান ঠিক করে দিন।

উপরের কথাটা কি ফান নাকি ঔদ্ধত্য প্রকাশ?


আপনার জন্য শুভকামনা।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৬

গোফরান চ.বি বলেছেন: কম্পিউটার থেকে লগ ইন করে মন্তব্যের জবাব দিচ্ছি।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:




আমি আছি

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৭

গোফরান চ.বি বলেছেন: @ধন্যবাদ চাঁদ গাজী বাই। আপই আসলে ভালো লাগবে।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
আরেক জন আছে। চাটগাঁইয়া জাবেদ।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০২

গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য। আমি উনার সাথে যোগাযোগ করবো।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগ দিবস কখন?

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৪

গোফরান চ.বি বলেছেন: ডিসেম্বর মাসে। আপনার বাড়ি কি চট্রগ্রাম?

৬| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, চট্টগ্রামে

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩

গোফরান চ.বি বলেছেন: কল করুন ০১৫৫৮০২৫৬৮৯

৭| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৪

আহমেদ জী এস বলেছেন: গোফরাবন চ.বি ,




নিঃসন্দেহে, সামু ব্লগটাকে কতখানি যে ভালোবাসেন তার ছায়া আপনার এই আহ্বানে ।
সফল হোক আপনার এই আকাঙ্খা ।
শুভ কামনা রইলো ।

০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

গোফরান চ.বি বলেছেন: ভালোবাসা দিতে আর ভালোবাসা পেতে যুদ্ধ করতে হয়। যুদ্ধ টা মূলত ছুপা ছাগুদের সাথে।কারণ ব্লগ বহু আগে জামাত মুক্ত। জামাতি কি আর ব্লগ ছাড়ে? এরা এতো নোংরা এবং জঘণ্য যে ব্লগার জবাই করতে ১মিনিট ও চিন্তা করেনা।ছাগু আরিফ মাইনাছ কূখ্যাত জৈনক ছুপা সুশীল(পড়ুন বাস্টার্ডস) গণ দেখুন না নীরব। পোস্ট পড়ে জ্বলে কিন্তু সুশীলতার চাদরে ঢাকা থাকার কারণে জ্বালানী প্রকাশ করেনা।

এরা ব্যাঙ এর মতো কোনায় লুকিয়ে থাকে। হিজড়া মুক্ত ব্লগ ও ছুপা ছাগু মুক্ত ফেসবুক চাই।

ধন্যবাদ মন্তব্যে।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারেন না । এবারের ১৯ তারিখ বোধ হয় সোমবার।
।/ আপনি ডিসেম্বরে এই বিষয়ক পোষ্ট দিয়েন ।
তখন ইনশাল্লাহ যাদের সুযোগ হবে তারা রেস্পন্স করতে পারবেন ।
শুভকামনা রইল ।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৫

গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ব্রো পরামর্শদান এর জন্য।

৯| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১

আমি তুমি আমরা বলেছেন: এখনো ব্লগ ডে আসতে প্রায় মাস দুয়েক সময় আছে। মাহমুদ ভাইয়ের সাথে আমিও একমত। ডিসেম্বর মাসের প্রথম দিকে এই পোস্টটা আরেকবার দিন।

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১

গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ ব্রো পরামর্শের জন্য।

১০| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩

নাঈম বলেছেন: নিক পরিবর্তন করার জন্য এখানে জানাতে পারেন।

১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৭

গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ নাইম ব্রো ।

১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৩

গোফরান চ.বি বলেছেন: এখানে অভিযোগ করেছি। কাজ হয়না।

১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫

গোফরান চ.বি বলেছেন:

অভিযোগ পাঠাতে গেলে এমনটি দেখাচ্ছে।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

গোফরান চ.বি বলেছেন: চাটগাঁইয়া ভাইরা কই? আওয়াজ দেন।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: এ উদ্যোগের জন্য ধন্যবাদ আপনাকে।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২

গোফরান চ.বি বলেছেন: ধন্যবাদ প্রামনিক।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০২

কবীর বলেছেন:
মাঝে মাঝে কই হারিয়ে যান ?

কেমন আছেন?

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

গোফরান চ.বি বলেছেন: ব্যস্ততা ব্লগে আসতে দেয়না ব্রো।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

গোফরান চ.বি বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন শাক ভাই?

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

কবীর বলেছেন:
আমি ভালো আছি ।

অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো!

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯

গোফরান চ.বি বলেছেন: একই অনুভূতি।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



ব্লগ দিবস করা সম্ভব হয়েছিল? আপনার ফোন আছে, কল করবো।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

গোফরান চ.বি বলেছেন: ব্লগ দিবস সামনে কিন্তু ব্লগ কর্তৃপক্ষ তো নীরব। কারো কোন খবর নেই। ০১৯৭২০৯১০১১

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উদ্যোগের সাফল্য কামনা করছি।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

গোফরান চ.বি বলেছেন: এই বছর বুঝি আর করা হলোনা ব্রো।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

ডার্ক ম্যান বলেছেন: এই পোস্ট আগে দেখলে হয়তো ট্রাই করতাম। দিনটা চলে গেল। দুই বছর আগে একটা হয়েছিল। মূল সমস্যা হল বেশিরভাগ পেশাজীবী। আপনারা যারা এখনো স্টাডিতে আছেন তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পুরানো অনেকই ব্লগ ছেড়েছেন।
মন খারাপের কিছু নেই। আপনাকে রিকু দিয়েছি। ফেবুতে কথা হবে

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

গোফরান চ.বি বলেছেন: ব্রো আপনার ফেসবুক আই ডি লিংক টা দেন।। আমি আমার বাংলা নিক টা ইউজ করিনা। আমার মেইন আই ডি থেকে এড দিচ্ছি আপনাকে।


আর ব্রো আমি স্টুডেন্ট নই। আমি জব করি।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

ডার্ক ম্যান বলেছেন: md.shaikot.12

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

গোফরান চ.বি বলেছেন: রিকু কনফার্ম করে দিলাম ব্রো।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো উদ্যোগ। সর্বশেষ পরিস্থিতি জানা হল না।

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

গোফরান চ.বি বলেছেন: সর্বশেষ পরিস্থিতি হলো পরিকল্পনা সফল হয়নি ব্রো।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

অদৃশ্য বলেছেন:



এতোকিছু থাকতে মডুরা কেন আপনার ভেতরেই রাবণের গোঁফ দেখতে পেলো তাই ভাবছিলাম... আসলেই কি আপনার নামটা তেমন হয়ে গিয়েছিলো নাকি ফান করেছেন... আর একবার সফল হননিতো কি হয়েছে, চেষ্টাতে থাকুন... আপনার আশেপাশের যারা রেগুলার ব্লগার তাদের সাথে যোগাযোগ তৈরি করুন এতে মনে হয় বিষয়টা আরও সহজ হয়ে যাবে...

শুভকামনা...

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

গোফরান চ.বি বলেছেন: ব্রো সত্যি সত্যি নামের বানান পরিবর্তন হয়ে গেছিল অটো।


ব্লগে স্বাগতম। এবং ধন্যবাদ পরামর্শের জন্য।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছিল কি? হোক বা না হোক, উদ্যোগটা ভাল ছিল।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮

গোফরান চ.বি বলেছেন: শেষ পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছিল কি?

উত্তরঃ না ।

হোক বা না হোক, উদ্যোগটা ভাল ছিল।
ধন্যবাদ।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

শামীম সরদার নিশু বলেছেন: দেরী করে ফেলেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.