নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষীপেঁচা

লক্ষীপেঁচা › বিস্তারিত পোস্টঃ

\\'যোগাযোগে সামাজিক মাধ্যম ও আমাদের দায়বদ্ধতা\\'

১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ঘটনা-১
কিছুদিন আগে রংপুরে ছিলাম। সকাল বেলা উঠে একটি ফোন এলো। শুনলাম আমার অতি পরিচিত ও শুভানুধ্যায়ি যিনি সরকারি একজন কর্মকর্তা তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ হলো- তিনি নাকি রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে প্রকাশ করেছেন। আমি আশ্চার্য হলাম। যে লোকটি নিজে কোন এসএমএস পাঠাতে পারেন না তিনি কিভাবে ফেসবুক চালাতে পেলেন। আর তিনি তো বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নীতি ও আদর্শের মনোভাবাপন্ন। তদন্ত চলল। বিকেল বেলা গ্রেফতারকারীগণ নিশ্চিত হলেন যে, তিনি নির্দোষ। তার ছবি ব্যবহার করে অন্য কেউ তার নামে ফেসবুক আইডি খুলে এ অপকর্মটি করেছে।

ঘটনা-২
সীমা সবেমাত্র ৯ম শ্রেণীতে পড়ে। বয়সন্ধিকালের তাড়নায় সামাজিক বেড়াজাল ডিঙ্গিয়ে প্রেমে জড়িয়ে পড়ে সে। বন্ধু টির চালাকির ফাঁদে সে জড়িয়ে যায়। একদিন সে নির্জন জায়গায় মিলিত হয়। এখানেই শেষ নয় প্রতারক তার ব্যাক্তিগত ছবি ও তুলে নেয়। সীমা বুঝতে পারে যে সে প্রতারিত হচ্ছে। তাই সে নিজেকে সংবরণ করার চেষ্টা করে। বিপত্তিটা সেখানেই। ক্ষিপ্ত হয়ে লম্পট টা তার তোলা ছবি গুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে।

আমাদের দায়বদ্ধতাঃ
এসব ঘটনা সমাজের অন্যসব অনুরুপ কাজের নমুনা মাত্র। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলছে। এসব কাজে আমাদের দায়বদ্ধতা কতটুকু তা ভেবে দেখা দরকার। যোগাযোগে সামাজিক মাধ্যম একটি গুরুত্বপুর্ন বিষয় কিন্তু তা যেন অপখাতে ব্যবহৃত না হয় সে দিকে সকলকে নজর দেয়া উচিত। পাশাপাশি একাজে জড়িতদের দমনে কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। ঘটনা-১ এর ন্যায় যেন কেউ অহেতুক হয়রানির শিকার না হয় সে দিকে নজর দেবার জন্য আইপি চিহ্নিত করার ব্যবস্থা নেয়া জরুরি। এজন্য সংশ্লিস্ঠদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলার দাবি জানাচ্ছি যেন দক্ষরা যেন তাচ্ছিল্যের পাত্রে পরিনত না হয়। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ সময় মত নিতে না পারলে সামাজিক দায়বদ্ধতা আমাদের জবাবদিহীতার কাঠগড়ায় দাড় করাবে তা নিশ্চিত।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

মহামতি আইভান বলেছেন: ঘটনাগুলো হরহামেশাই ঘটছে। আপনার দাবীর সাথে আমিও একমত। সংশ্লিষ্টদের দক্ষভাবে গড়ে তোলা উচিৎ। কাউকে যেন অহেতুক বিড়ম্বনার শিকার হতে না হয়।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

সাইফুদ্দিন আযাদ বলেছেন: সহমত

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৬

ফেরদাউস আল আমিন বলেছেন: আপাততঃ সাধারন জনগন যাত্র "ফেসবুক" ব্যবহার না করে, সেই লক্ষে সকলকে উৎসাহিত করা এবং উদবুদ্ধ করা উচিত।
ফেসবুক আমাদের মূল্যবান সময় নষ্ট করে।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন লক্ষীপেঁচা। দীর্ঘদিন পর আপনার উপস্থিতি খুব ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.