নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেন্ট লুইস ঃ লুইচ্চার হদ্দ

আমরা সবাই লোচা আমাদের এই লোচার রাজত্বে

সাধু লুইস

এই একটু আধটু ...। বয়সের দোষ। এই বয়সে এমন হয়। কেউ সেন্টু খাবেন না পিলিজ। অন্য নামেও থাকতে পারি। এই নামে মাঝে মাঝে উঁকি দিয়ে যাবো লোচাগিরির শখ চাপলে। লোচাধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান "আই অ্যাম ন্যাস্টি ইন্টারন্যাশনাল" প্রতিষ্ঠা নিয়ে নিয়ত সংগ্রামে রত। সুবিধা করতে পারছি না। পদে পদে প্রতিকূলতা। তবে একটা এসপার ওসপার করে ছাড়বোই। দোয়া রাখবেন।

সাধু লুইস › বিস্তারিত পোস্টঃ

আইসা গেছি, আমি আইসা গেছি মাইনকার চিপায়!

২৬ শে জুলাই, ২০০৬ সকাল ১১:৪৩



হুররে বন্ধুরা!



কোন চিন্তা নেই, এসে গেছি আমি।



তোমাদের মধ্যে যারা আমার মতো সেন্ট লুইস, তারা মনের কথা উজাড় করে বলতে পারো আমাকে। মাথায় সর্বদা বস্তু চেপে থাকে? নামাতে পারো না? মেয়ে দেখলেই লুইসগিরি করতে মন আনচান করে ওঠে? যোগাযোগ করো আমার সাথে।



বুড়ো হও বা খোকা, দেবো না তোমাকে ধোঁকা। লোচাগিরির নিত্যনতুন টেকনিক আর টিপস নিয়ে আসবো যখন তখন। আর বিনিময়ে শুনবো তোমাদের লোচাগিরির গল্প।



লোচা হও বা লুচি, কোয়ি বাৎ নেহি। নারী লুইসরা বরং অগ্রাধিকার পাবে। মন খুলে বলো তোমার লুচিগিরির গল্প। তোমার গোপন কথাটি, সখী রেখো না মনে, বোলো আমায় গোপনে ;)!



এছাড়া থাকবে মাসিক লোচারাম ও লুচিবাঈ অ্যাওয়ার্ড। নমিনেট করবে ব্লগাররাই, আমার ওপর ভার শুধু বিচারের। লোচারা, লুচিরা, তৈরি থেকো কিন্তু! তোমাকেই খুঁজছে সাধু লুইস!



আর কী? শুরু হোক তবে!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০০৬ বিকাল ৫:৫২

অতিথি বলেছেন: স্বাগতম সাধু লুইস ।

নামের কি বাহার!
হয়ে যাক দুপুরের আহার,

হবে নাকি এক আধটু আমলেট,
আমার কিন্তু পছন্দ মামলেট।

কোন কাননের প্রেমিক,
আমি কিন্তু বণিক ।

নিবেন কিছু সরস সিরিস,
পাবেন না কোথাও এমন জিনিস ।

আছে নাকি পকেট ভরা,
তাহলে তো ভাই সবই সারা ।

২| ২৬ শে জুলাই, ২০০৬ বিকাল ৫:৫৭

ঝরা পাতা বলেছেন: হা হা হা। আসেন আসেন । চালিয়ে খেলুন কিবোর্ডে। স্বাগতম সাধু লুসসসসসস
থুক্কু লুইইইইস।

৩| ২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৩

অতিথি বলেছেন: স্বাগতম জানাবো কিনা বুঝতে পারছিনা; খুব বেশী উৎসাহ পাচ্ছি না!

৪| ২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:১১

অতিথি বলেছেন: ভাই,
আমি কিন্তু আপনারে নিয়া চিন্তা করতাছি। প্লিজ ব্লগের Terms & Conditions পড়ে তারপর লুইচ্চামি শুরু কইরেন। নাইলে কিন্তু কর্তপক্ষ দিবো। তখন টের পাইবেন।

তবে নতুন জামাই বাংলা ব্লগে স্বাগতম কেমনে না জানাই। [সাইজ=50] স্বাগতম[/সাইজ]

৫| ২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:১১

অতিথি বলেছেন: লুইস বাছা, আইসা পড়ো। তোমার সততায় আমি মুগ্ধ হইছি। যা কওয়ার সরাসরি কইছো।
শুভেচ্ছা স্বাগতম।

৬| ২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:১৪

অতিথি বলেছেন: খাইছে..................................

আপনার প্রোফাইল তো পড়ি নাইক্কা। আপনি তো সবটিরে মারতে পারবেন। তা এই PHD কেমনে করলেন ভাই।

মাইন্ড খাইয়েন না। আছেন তো আমগো লগে। নাকি 2 দিন পড়ে ভাগাদিবেন?

৭| ২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:২৩

অতিথি বলেছেন: কিছুই হয় নাই । যাউকগা..দেখি কি করেন !

৮| ২৬ শে জুলাই, ২০০৬ রাত ৯:১৬

সাধু লুইস বলেছেন: সাক্কু, তুই তো ছোট্ট লুইস রে। হুঁশিয়ার।

হ চোর ভাই। আমি লোক ভালো। লোচা হইলেও দিলটা সাদা।

সাধুরে, ডরাইস না। আমার সাধন অন্যমার্গে ;)!

কিন্তু লোচারা কিশু কইলো না ক্যান? আমারে একটু স্বাগতমও দিলো না? এইটা একটা কথা? অগো লগে যে দোস্তি, তা আইজ হোক কাইল হোক জানাজানি তো হবেই!

৯| ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৩:০৮

সাধু লুইস বলেছেন: এই পুষ্টে একটা ঠ্যালা দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.