![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মেয়ে সারাহ। বয়স ২ বছর ৬ মাস। গত ২১ তারিখ বাসায় ছোট ভাইয়ের ছেলে রাইয়ানের ২য় জন্ম দিন। এ উপল ক্ষে বাসার ছাদে বারবিকিউয়ের আয়েজন। এরই এক ফাকে আমার মেয়ে ৎকেরো সিন তেল খেয়ে ফেলে। বাসার সবাই হতবুদ্ধি অবস্থা। আমার ডাক্তার বন্ধু শুভ,রুবেল এর সাথে পরামর্শ করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। জরুরী বিভাগ হইতে সঙ্গে সঙ্গে ভর্তি করার জন্য বলে এবং মেয়েকে ভর্তি করাই। ভর্তি করার সময় ভারতীয় চল চিত্র মুন্নাভাই এমবিবিএস এর কথা মনে পরছিল বিশেষভাবে। রোগীর অবস্থা সিরিয়ার ডাক্তার ফরমের পর ফরম পূরণ করতে ছিল। আজব ফরম পুরন আগে না রুগির সেবা আগে।বুঝতিছিলাম না। আল্লাহকে ডেকে যাচ্ছি। অবশেষে ভর্তি তাও আবার এক বেডে ২ থেকে ৩ জন থাকতে হবে। হাসপাতালের বেড,বুছতেই পারঝেন সাইজ খানা। আল্লাহ ভরসা । তাতেই রাজি।চিকিৎসা তো শুরু হোক। হলো শুরু চিকিৎসা ।মেয়ের হাতে কেনোলা পরানো হলো বেশ কিছু রক্তপাতের পর এরপর স্যালাইন চলবে ৮০০ িমঃগ্রাঃ সঙ্গে এন্টিবায়োটিক।থাকতে হবে ৫-৭দিন।মেয়েটা নির্জীব হয়ে পড়ে আছে।তবে ডাক্তার এবং সিষ্টার থাকে সব সময়। চিকিৎসা আলহামদু ল্লিাহ ভালে। রাত টা কেটে গেল কোন রুপ বিপদ ছাড়াই। পরের দিন সকালে এক্সরে পরীক্ষা। কারন রোগীর লাংস ক্ষতিগ্রত্থ কিনা পরীক্ষা করা। সকালেই এস্করে করার পর রিপোর্টটা ১ ঘন্টার ভিতরে দিয়ে দেয় এবং ডাক্তার দেখাই। ডাক্তার এক্স রিপোট দেখার পর ভাল রেজাল্ট পায়। তাই আমরা আর দেরী না করে বাসায় ফিরে আসি। আমার মেয়ে ইনশাল্লাহ এখন সুস্থ আছে। অসম্ভব চঞ্চল। সবাই সাবধান থাকবেন এ রকম পরিস্থিতিতে ধৈয্য হারা হবেন না।সবাই ভাল থাকবেন।
২| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ !
৩| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩
সূচিপত্র বলেছেন: মা মনির জন্য শুভ কামনা। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯
লুৎফুল ইসলাম বলেছেন: েদায়া করেবন
৪| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫
নির্লিপ্ত আমি বলেছেন: ফরমের পর ফরম পূরণ না করে আসলে উপায় নেই, কারন আমাদের দেশের নিয়মটাই এরকম।
৫| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১২
বেলা শেষে বলেছেন: We make Doa for everybody to Allah.
৬| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
দি সুফি বলেছেন: আলহামদুলিল্লাহ্।
আপনার মেয়ের জন্য শুভকামনা রইল।
৭| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪০
আমিনুর রহমান বলেছেন:
আলহামদুলিল্লাহ! আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১
মুহিব বলেছেন: জেনে নিলাম।