নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফুল ইসলাম

জীবন যেখানে যেমন।

লুৎফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

চ্যাংরাবান্ধা পোর্ট ব্যবহার প্রসংগে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

আমার ইন্ডিয়ার ভিসা ৫ বছর মেয়াদের।
ভিসাতে পোর্ট উল্লেখ আছে বাই রেল গেদে/বাই এয়ার।
কেউ বলতে পারেন আমি কি গেদে পোর্টে বাই বাস,হরিদাসপুর বাই বাস এবং চ্যাংরা বান্ধা পোর্ট ব্যবহার করতে পারব?
পারলে কিভাবে?
বিশেষ করে চ্যাংরাবান্ধা পোর্ট ব্যবহার করতে চাই।
এ ব্যাপারে অভিজ্ঞদের কাছে ধারণা চাই। যারা উল্লেখিত ভিসা থাকার পর চ্যাংরাবান্ধা পোর্ট ব্যবহার করেছেন তারা দয়া করে ডিটেইলস লিখবেন।
বিষয়টি অতীব জরুরী।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: হুম।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: না আমি জানি না।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

পদ্মপুকুর বলেছেন: ভারতীয় ভিসার বর্তমান নিয়ম অনুযায়ী আপনি এক্সিট/এন্ট্রির জন্য যে পোর্টই চান না কেন, ওইটাসহ বেনাপোল/হরিদাসপুর, দর্শনা/গেদে এবং বিমান, এই তিনটি আপনার জন্য যে কোন বাহনেই উম্মুক্ত থাকবে। সে ক্ষেত্রে এই কথাগুলো ভিসার নিচের দিকে লেখাও থাকে।
সেক্ষেত্রে আপনার গেদে দিয়ে বাসে করে এবং হরিদাসপুর দিয়েও ইমিগ্রেশন করাতে পারার কথা। চেংরাবান্ধা বা অন্য কোথাও দিয়ে সম্ভব নয় কোনভাবেই।

তবে, আপনার ভিসা যদি এই নিয়ম হওয়ার আগে নেয়া হয়, সেক্ষেত্রে ওই কথাগুলো লেখা থাকবে না, সেক্ষেত্রে কি করণীয়, কাল অফিসে গিয়ে জেনে দিতে পারবো।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

লুৎফুল ইসলাম বলেছেন: প্লিজ ভাই দয়া করে বিষয়টি জানাবেন।
আর একটা বিষয় ক্লিয়ার করবেন যে আমি যদি চ্যাংরাবান্ধা দিয়ে যাই তাহলে কি কোলকাতা দিয়ে বিমানে আসতে পারবো।
কয়েকটি ট্রাভের এজেন্সী বলছে যে,আপনি গেদে বাই রেল/বাই এয়ার এর ভিসা থাকলে চ্যাংরাবান্ধা দিয়ে যেতে পারবেন।
আপনার মতামত টা জানাবেন প্লিজ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

পদ্মপুকুর বলেছেন: ভাই, বর্তমান অবস্থায় আপনি
১. গেদে/দর্শনা দিয়ে বাস/পায়ে হেটে/ট্রেন
২. হরিদাসপুর/বেনাপোল দিয়ে বাস/পায়ে হেটে এবং
৩. যে কোন দিক দিয়ে এয়ারে যাতায়াত করতে পারবেন।

কিন্তু বর্তমান অবস্থায় চ্যাংরাবান্ধা বন্দর আপনি ব্যবহার করতে পারবেন না। তবে যদি আপনার চ্যাংরাবান্ধা দিয়ে ভিসা নেওয়া থাকে, তাহলেও আপনি চ্যাংরাবান্ধাসহ উপরের ১, ২ ও ৩ নম্বর অপশন গ্রহণ করতে পারবেন।


আমি কোন ট্রাভেল এজেন্ট নই, একটা বেসরকারি ব্যাংকের কমিউনিকেশন্স উইংয়ে আছি। আপনাকে যেটা বললাম, সেটা হাই কমিশনের একজন পরিচিতজনের কাছ থেকে জানা।

ভালো থাকবেন, শুভ ব্লগিং
ভালো থাকবেন, শুভ ব্লগিং

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

লুৎফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.