![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন তোমার সামনে এসে দাড়াই
তখন তোমাকে সুন্দর বলতে ভয় লাগে ।
যদি উপমাটা ছোট হয়ে যায় ?
চুপচাপ তোমার রুপ উপভোগ করি ।
কিছুক্ষন পর যখন তুমি প্রশ্ন কর
কি দেখছো ?
অামি বলি ,তোমার মুখে তিনটা তিল না ?
তুমি বল না . .চারটা ।
যখন তোমার চোখের দিকে তাকাই
অামি ভুলে যাই
তোমার ঐ চোখের সাথে কিসের উপমা দেয়া যায় ।
ক্ষানিক পরেই মনে হয়
তোমার ঐ চোখের সাথে সব উপমা্ই মলিন ।'
তোমার চোখের উপমা তোমার ঐ দুটি চোখ ই ।
২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯
লুৎফুল আহসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১১
লেখোয়াড় বলেছেন:
তোমার ঐ চোখের সাথে সব উপমা্ই মলিন ।'
তোমার চোখের উপমা তোমার ঐ দুটি চোখ ই ।
জ্বলন্ত প্রেম!!
ভাল কবি, খুব ভাল।