![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলে তাই, আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন .......... আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না
চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে তাই, আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন ...… আশা করে যায়
*** যে কোন বাংলা গানের লিরিকস্ এর জন্য অনুরোধ করতে পারেন, যত দ্রুত সম্ভব দিতে চেষ্টা করবো। গান শুনুন , ভালো থাকুন ....।
২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৮
লিরিকস্ বলেছেন: বকুল ফুলের মত স্নিগ্ধ সৌন্দর্যে ভরে উঠুক আপনার জীবন, এমন গান, যার প্রিয় গান তাকে এর চেয়ে কম বললে যে কৃপনতা হয়ে যাই, তাই বলি..... ভালোথাকুন সবসময়।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৯
বিবর্ণ ক্যানভাস বলেছেন: ভাইয়া ডাউনলোড লিঙ্ক টা দিলে একটু ভাল হত।।
২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭
লিরিকস্ বলেছেন: হুম ..... আমিও আপনার মতই ভাবছিলাম, প্রতিটি গানের লিরিকস্ এর সাথে, গানের ডাউনলোড লিংক দিলে হয়তো আরো ভালো হতো।
আগামীতে চেষ্টা করবো, কথা দিলাম ......।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: প্রিয় গান।