![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকাল ৮.০০ নাগাদ মাগুরাতে Accident এ মারা গেছেন। আমার পছন্দের এক জন আলেম ছিলেন তিনি। তার ইসলাম প্রচার আমার কাছে খুব ই ভালো লাগতো।আমি সব সময় তার ইসলামী আলোচনা গুলো শুনতাম।তার কথাগুলোর মধ্যে গুণ ছিল, তিনি কোন আলেমকে তিক্ত ভাষায় সমালোচনা করতেন না। তিনি সবাইকে সমঝোতার মাধ্যমে বুঝাতে চেষ্টা করতেন। যা আমাদের দেশে আজ খুব প্রয়োজন।এমন সময় আমরা তাকে হারালাম যখন আলেমদের মধ্যে ঐক্যের প্রয়োজন, তিনি ডাক দিয়েছিলেন সেই ঐক্যের। আল্লাহ তুমি তার কবরের আজাব মাপ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও,তার মত আরো আলেম, দা'য়ী তৈরী করে দাও,
হে আল্লাহ, উনার ভাল কাজ গুলোকে কবুল করুন, উনাকে ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদৌস দান করুন,তুমি মহান ক্ষমাশীল।
২| ১১ ই মে, ২০১৬ রাত ১১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার মত আলেমদের খুবই দরকার ছিল সমাজে। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। আমিন..
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৬ রাত ১০:৪২
Backdated বলেছেন: উনি অনেক ভাল মানুষ ছিলেন