| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাবিশ্ব
একটু একটু অমৃত আর অনেকখানি বিষ, দুটোই মিশে বুকের নদী বইছে অহর্নিশ [email protected] www.flickr.com/photos/mahabiswa
তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরের চালে,
একটি হঠাৎ মারলো চড় আরেকটির গালে...
ছুট্টে পুলিশ গিয়ে
লক আপে ঢুকিয়ে
'ইভটিজিং বন্ধ' নোটিস ঝোলায় গাছের ডালে।
১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩০
মহাবিশ্ব বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৮
মহাবিশ্ব বলেছেন: সাজি'পা শুভসকাল
সুন্দর হোক দিন
শুভকামনা থাকুক সাথে
২|
১০ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৯
ডেইফ বলেছেন:
বাহ! দারুন তো !
বেশ মজা পেলাম।
১০ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৩
মহাবিশ্ব বলেছেন: ধন্যবাদ ডেইফ,
ছড়ার এই ফর্মটা আমার বেশ মজাদার লাগে।
আপনার প্রো-পিকটা দেখলেই ইচ্ছা হয় নীল আকাশে মেঘের সাথে উড়ে যাই।
শুভকামনা রইল।
ভালো থাকবেন।
৩|
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৩
শাকির সহজকথা বলেছেন: ছোট্ট কবিতাটার আকৃতি লিমেরিকের মতো। প্রিয় কবি, আপনি কি সচেতনভাবেই লিমেরিক রচনা করতে চেয়েছিলেন?
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:১৩
মহাবিশ্ব বলেছেন: আমার ছোট্ট শব্দপ্রাঙ্গনে শাকির সহজকথা কে স্বাগত জানাই। প্রথমে বলে রাখি শব্দ নিয়ে সামান্য নাড়াচাড়া করলেও আমায় কবি বললে সত্যিই লজ্জিত হয়ে পড়ি। হঠাৎ করে সন্ধান পেয়ে এই ব্লগে এসে আমি ভারী অবাক হয়েছি, কত সুন্দর সুন্দর সব লেখার সম্পদে উজ্জ্বল। কত লেখক দিনের পর দিন মণি মাণিক্যে সাজিয়ে তুলছেন প্রকোষ্ঠ গুলি।
হ্যাঁ বন্ধু, এটি একটি লিমেরিক, সচেতন ভাবেই লেখা। সেই ছোটবেলা থেকেই যে এডওয়ার্ড লিয়রের বিখ্যাত লিমেরিক গুলি বড্ড ভালো লেগে গেছে, তার সাথে সত্যজিত রায়ের বাংলায় ভাবানুবাদ গুলি তো অনবদ্য। এই 'ক ক খ খ ক' ছন্দ আমার বেশ লাগে।
আমার প্রাঙ্গনে আসার জন্য এবং পড়ার জন্য ধন্যবাদ।
বিশ্বাস অটুট থাকুক মানুষের স্বাতন্ত্রে।
শুভকামনা রইল।
আবার আসার আমন্ত্রণ রইল।
৪|
১১ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৭
ডেইফ বলেছেন:
নিচে দিয়ে দিলাম প্রোফাইলের ছবিটা।![]()
১১ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৭
মহাবিশ্ব বলেছেন: শুভসকাল বন্ধু,
সুন্দর হোক দিন।
খুব সুন্দর ছবিটা, আপনি তুলেছেন?
আপনার ঐ আকাশ আর মেঘের মধ্যে ছড়িয়ে দিলাম শুভকামনা।
ভালো থাকবেন।
৫|
১১ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: হা হা হা
মজার!
তবে তিনটার মধ্যে দুটো মারামারি করলো আর বাকীটার কি হলো?
১১ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
মহাবিশ্ব বলেছেন: শায়মা, আশা করি ভালো আছেন।
আরে তৃতীয় শালিকটাই তো উড়ে গিয়ে পুলিশকে খবর দিল। তারপর এফ আই আর লিখিয়ে, সব কিছু সেরে চড় খাওয়া বন্ধুকে গাছের বাসায় পৌঁছে দিল। এদিকে শায়মা তখন তানপুরা সহযোগে রিওয়াজ শুরু করেছেন। শালিকটা শায়মার বাড়ির কার্নিশে বসে রাগ সংগীত শুনতে গেল। যাবার আগে ঠোঁটে করে ১০০মিলির একটা পানির পাউচ নিতে ভোলেনি সে, যদি শায়মা দীপক রাগ ধরেন!!!
মেঘমল্লারের শুভকামনা রইল।
৬|
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৩
sraboni বলেছেন: হা হা হা...ভাল লাগল।
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১০
মহাবিশ্ব বলেছেন: ধন্যবাদ শ্রাবণী,
ছিন্নপত্র ভালো লেগেছে, দিব্য হয়েছে। কিন্তু এটা এখানে বলতে হচ্ছে বলে খুবই অস্বস্তি লাগছে। কেন যে এখনো মডারেশানের পরিবর্তন হল না জানি না।
শুভকামনা রইল
ভালো থাকবেন
শুভরাত্রি
৭|
২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৬
হৃদছায়া বলেছেন: ধারণা করি পুলিশ ও একটা শালিক, তাহলে তো দুয়ে দুয়ে জোড়াশালিক হয়ে গেল, মামলা ঢিশমিশ-আসামীপক্ষের ঘুস!
পোস্টে +
২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৫
মহাবিশ্ব বলেছেন: হৃদছায়াকে জানাই রোদেলা সুপ্রভাত।
এই এলোমেলো শব্দপ্রাঙ্গনে পদার্পণের (মাউসার্পণের?) জন্য ধন্যবাদ।
হা হা হা ভালো বলেছেন।
কল্পনার গালিচা বিছিয়ে মাইল এর পর মাইল হাঁটার জন্য শুভকামনা রইল।
৮|
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৩
অজন্তা তাজরীন বলেছেন: শুধু গাছের ডালে ইভ টিজিং বন্ধ-এর নোটিশ ঝোলালে হবে না , মনের ডালেও ঝোলাতে হবে।পোস্টে +
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯
মহাবিশ্ব বলেছেন: ছড়াটা মজা করে লিখলেও, ইভটিজিং এক জঘন্য সামাজিক ব্যাধি। নারী সম্পর্কে পুরুষের বিকৃত মানসিকতার পরিবর্তন এবং চেতনার মুক্ত বিকাশ না আসা অবধি শুধু আইনের সাহায্যে এর বিলুপ্তি সম্ভব নয়। অজন্তা, কবে যে সমাজের এই পরিবর্তন দেখবো, জানি না।
৯|
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৫
চতুষ্কোণ বলেছেন: জোস তো! ![]()
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১০
মহাবিশ্ব বলেছেন:
১০|
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৪
ফাইরুজ বলেছেন: +++
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৫
মহাবিশ্ব বলেছেন: ফাইরুজ,
স্বাগতম এই মহাবিশ্বের ব্লগাঙ্গনে। খুশী হলাম খুব আপনার পদার্পণে। আপনাদের ভালো লাগাই ভবিষ্যতের প্রেরণা হয়ে থাকে। শুভকামনা একরাশ, ভালো থাকবেন বন্ধু।
১১|
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫২
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: হিঃ হিঃ হিঃ হিঃ
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৭
মহাবিশ্ব বলেছেন:
১২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৮
জুন বলেছেন: খুব মজা লাগলো মহাবিশ্ব, দারুন হয়েছে কিন্ত।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২০
মহাবিশ্ব বলেছেন:
জুন সত্যি দুঃখিত দেরির জন্য।
খুব ভালো লাগে যখন দেখি এই সব পুরোন লেখায় আসেন।
অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন বন্ধু।
১৩|
১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১২:০২
আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: হ্যালো! হ্যালো!
শুনতে পাচ্ছেন ??
১৭ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৪
মহাবিশ্ব বলেছেন: হ্যালো হ্যালো হ্যালো,
একি একি বেলা বোস,
মুখোস খুলে গ্যালো?
পেলাম শুনতে
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খবর কি মহাবিশ্ব।
পাখিদের পৃথিবীতে এই রকম নাকি?
শুভকামনা