নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

mahaboobsoheil

Nothing to say.

mahaboobsoheil › বিস্তারিত পোস্টঃ

একটি ঐতিহাসিক ফোন কল বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১০

মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধীদলীয়

নেত্রীর টেলিফোন আলাপের সুবিধাথর্ে বিভিন্ন

মোবাইল অপারেটরদের এগিয়ে আসার একটা সুবর্ণ

সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে আজ রাত্র ৯ টায় । এই

ঐতিহাসিক কথোপকথনের সুযোগে তারা তাদের ৩•৫

জি থেকে শুরু করে ৩•৯ জি পযর্ন্ত যত প্রকার "জি"

আছে সবগুলির প্রচার বিনা পয়সার করিয়ে নিতে পারতো । থ্রিজি ভিডিও কলের

মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয়

বিরোধীদলীয় নেত্রী কথা শুরু করলে একে অপরের মুখ

দেখতে দেখতে কথা বলতে পারতেন তাহলে বাংলাদেশের ৫০% রাজনৈতিক সমস্যার

সমাধান অনায়াসে শেষ হয়ে যেত । বাকী ৫০%

সমস্যা ভোটের মাধ্যমে সমাধান হয়ে যেত ।

আমি একটা ব্যাপরে নিশ্চীত যে, সকলের

ভিতরে দেশপ্রেম পূনঃরায় জাগ্রত হতো । জাতীর

শ্রেষ্ঠ অজর্ন মুক্তিযুদ্ধকে অবহেলা করার কারণে নতুন

করে মুক্তিযুদ্ধের প্রতি সকলেরই অনুবেদন তৈরী হত ।

একপ্রান্তে অনুবেদন সৃষ্টি সবর্দা অন্যপ্রান্তে তাচ্ছল্যকে উৎসাহিত করে ।

তাচ্ছল্যের বন্ধুত্ব বেশীদূর অগ্রসর হতে পারে না,

তা সে যতই রঙ্গীন ব্যানার ফেস্টুনে সজ্জীত থাকুক

না কেন, যতই হাতে তালি দেক না কেন ।

রাজনীতিতে দূনর্ীতির কথা ছোট খাট

নেতা ছাড়া সকলে ভুলে যাবে । নতুন

একটা বাংলাদেশ দেখার সৌভাগ্য হতো আমাদের

সবার । আমাদের কথা কে চিন্তা করে । মোবাইল

অপারেটররাতো তাদের ব্যাবসা নিয়ে ব্যাস্ত ।

কিভাবে ৩•৫ জি থেকে শুরু করে ৩•৯ জি পযর্ন্ত

ভেলকীবাজী দেখিয়ে আমাদের পকেট

থেকে টাকা গুলি নিয়ে নিবে । এ উপলক্ষে তারা তাদের গ্রাহকদের কল চাজর্

৯পয়সা মিনিটের একটা সুযোগ দিয়ে ঐতিহাসিক

ক্ষনটি(রাত্র ৯ টা) স্বরনীয় করে রাখতে পারতো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.