| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবিধান সংবিধান করে চেঁচামেচী করে লাভ নাই আগে দেশকে ভালবাসতে হবে । তারপর রাজনীতিতে আসতে হবে অতঃপর সংবিধানের মায়া বুঝতে হবে । দেশ যাক রসাতলে, ছাত্র ছাত্রীদের লেখাপড়া জাহান্নামে যাক । আমার মতে হরতালটাই বেশী জরুরী । আমাদের সন্তানের পরীক্ষার ফল খারাপ হলে হাসিনা মেডাম আর খালেদা মেডামের কি? ওরা মুর্খ হোলেই ভাল । দুনিয়ার কোন ভাও কুঝবে না, যদি বলবেন বিএনপি ভাল বিএনপিতে ভোটটা দিবে । যদি বলেন আওয়ামীলীগ ভাল আওয়ামীলীগরে ভোট দে, ওরা আওয়ামীলীগকেই ভোটটা দিবে ।শিক্ষীত হলে পাল্টা প্রশ্ন করবে, কেন দিমু? আমার যেখানে ইচ্ছা সেখানে দিমু । রাজনিতীবিদদের এত রিস্ক নেওয়া ঠিক হবে না । বিএনপি হরতালের ঘোষনা কবে করেছে? বিএনপি হরতালের ঘোষনা না করতেই যদি প্রধানমন্ত্রী তাদের অনুরোধ করা শুরু করেন তবেতো বিএনপি হরতাল দিবেই দিবে । দেশের ছাত্র ছাত্রীদের কথা বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই সমান্য কৌশল অবলম্বন না করেন তবে আমরা কোথায় যাবো । মাননীয় প্রধানমন্ত্রী যদি বলতে দেন দেন যত বেশী পারেন হরতাল দেন তাহলে অবশ্যই আমাদের সন্তানদের পরীক্ষা নিঃচিন্তে হয়ে যেত কোনটেনশন থাকতো না । আরটা কাজ করলেও ছাত্র ছাত্রীদের জন্য নির্বাচন ৬ মস এগিয়ে নিলেও ভাল হয় । যেমন জুন অথবা জুলাই ২০১৩ ।
এমন আল্লাহর ওয়াস্তে দেশটা কতদিন চলবে ? একটা উপায় আমাদের খুজে বাহির করতে হবে ।
©somewhere in net ltd.