নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মালিক, তুমি জান্নাতে তোমার কাছে, আমার একটা ঘর বানিয়ে দিও ।আমিন।।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি

পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি › বিস্তারিত পোস্টঃ

দাজ্জাল মানুষ। তবে,মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ্ তাকে স্পেশাল কিছু অতিপ্রাকৃত ক্ষমতা দেবেন।

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

দাজ্জাল মানুষ। তবে,মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ্ তাকে স্পেশাল কিছু অতিপ্রাকৃত ক্ষমতা দেবেন।
# তার বাবা মা ইহুদী হবে। তার বাবা হবে দীর্ঘকায়, যার নাক লম্বা। তার মাও হবে বিশালদেহি।
# ৩০ বছর তারা নিঃসন্তান থাকবে। এরপর তাঁদের বাচ্চা হবে। কিন্তু, তার বাম চোখ অন্ধ। সেই দাজ্জাল।
# তার প্রকাশ হবে এক লোকের সাথে ঝগড়া করার মাধ্যমে।
# তার প্রকাশের সময়কাল এমনঃ তখন বিশাল যুদ্ধ চলবে। (হয়ত ৩য় বিশ্বযুদ্ধ, তবে ধর্মযুদ্ধ) মুসলিম বাহিনী খ্রিস্টান শহর জয় করছে। তার আগমন হবে ইস্পাহানে মতান্তরে খোরাসানে ইরাক-ইরানের মাঝামাঝি থেকে। সমস্ত ইসরাইল হবে তার অনুগত। আর্মড। আরও অনেকে তার পক্ষে যোগ দিবে।
# প্রথম সে হবে তাঁদের নেতা, এরপর বলবে সে নবী। এরপর বলবে সে ঈশ্বর।
# সে সব অঞ্চল, দেশ একে একে জয় করবে। একমাত্র মক্কা আর মদিনা বাদে। এ ২ টি শহর এর পেরিমিটার পাহারা দেবে আল্লাহ্র ফেরেস্তারা। তবে, মদিনার বাহিরে সে আসার পর মদিনায় ভুমিকম্প হবে। ফলে, অনেকে ভয়ে বের হয়ে যাবে, আর দাজ্জাল তাঁদের কব্জা করবে।
# সে কী অলৌকিক জিনিস দেখাবে? সে যেখানে যাবে, বিরান মরুভুমি হলেও বৃষ্টি হবে, শস্যতে ভরে উঠবে। যেন মানুষ তাকে মানে।
# তাকে প্রত্যাখ্যান করলে সে এলাকা হবে বিরান, আসবে দুর্ভিক্ষ।
# সে তার কাছে থাকা কোন একটা কিছু দিয়ে বেহেশত আর দোজখ এর “ইমেজ” দেখাবে।
# তার কপালে কাফ, ফা, রা লিখা থাকবে... (কাফির)
# সে মৃতকে জীবিত করতে পারবে না। তবে, মানুষের মনে হবে সে তা করছে। কেন? কারণ, সে যখন কাউকে বলবে আমি যদি তোমার বাবা মা কে জীবিত করে দেখাই, তবে কি তুমি বিশ্বাস করবে, আমি ঈশ্বর? পরে সে তাই করবে। তবে, তার বাবা মা সত্যি আসবে না, যারা আসবে তারা হল শয়তানের সহচররা যারা রূপ ধরবে। ফলে মানুষ বিভ্রান্ত হবে।
# সে কাউকে মারতে চাইলে মারবে, এরপর সে আবার তাকে জীবিত করতে চাবে। আল্লাহ্ আবার জীবিত করে দিবেন। এরপর জিজ্ঞেস করবে, এবার আমাকে মান? যদি বলে হ্যাঁ, তবে সে চির জাহান্নাম পাবে, যদি বলে না, তবে দাজ্জাল তাকে তার শো করা জাহান্নাম এর দিকে তাকে ফেলে দিবে। আর এরপর সে নিজেকে আবিষ্কার করবে, জান্নাতে। তার বিচার হবে না।
# দাজ্জাল অনেক কম সময়ে সারা দুনিয়া ‘ঘুরবে’।
# দাজ্জাল এর প্রতিপক্ষ মুসলিম বাহিনীর নেতা ইমাম মাহদি। তাকে সাহায্য করতে একদিন ফযরের আজান এর সময় দামেস্কের যে মসজিদ এ সুলতান সালাহউদ্দিন সমাহিত, সে মসজিদের মিনারে ফেরেস্তারা ঈসা (আ) কে নামিয়ে দিয়ে যাবেন। (এ জায়গাটাই ধারণা করা হয়)
# ঈসা (আ) এসেছেন শুনেই দাজ্জাল বাহিনীর মনবল ভেঙ্গে যাবে। দাজ্জাল একটা নির্দিষ্ট দিকে পালাবে। ঈসা (আ) তাকে তাড়া করবেন, তার হাতে থাকবে ‘তরবারি’; লুদ নামের জায়গায় দাজ্জালকে হত্যা করবেন ঈসা (আ)।
এবার এ হাদিসগুলো থেকে আমরা কিছু speculate করতে পারি।
এ হাদিসগুলো যদি আমরা আধুনিক বিজ্ঞান দিয়ে পর্যবেক্ষণ করি তাহলে অবাক হতে হয় বটে।
আসুন দেখি। এখন যা পড়বেন অনেকের আসলে ব্যাখ্যা এরকমই।
যেগুলো বলা হয়েছে, অনেক কিছুই ভবিষ্যৎবাণী করা হয়েছিল ১৫০০ বছর আগের মানুষের উপযোগী করে। তাই অনেকে যেমন বলেন, শেষ যুদ্ধ ঢাল তলোয়ার দিয়ে হবে, কারণ হয়ত মানুষ পারমাণবিক বোমা ব্যবহার করে আগেই সভ্যতা ধ্বংস করে ফেলবে, এটা হওয়া necessary না। কারণ, “তলোয়ার” বলতে রুপক “অস্ত্র” বুঝান হয়েছে। অন্য কিছু বললে আগের মানুষ কী ভাবত? আর, এ শেষ যুদ্ধকে বলা হয় Armageddon. এটা হিব্রু শব্দ।
যাই হোক, রুপক কিছু উদাহরণ দেই। রাসুল (স) কে সাহাবিরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করত, “এত তাড়াতাড়ি কীভাবে দাজ্জাল এত জায়গা যাবে?” আমরা কি কখনো এ প্রশ্ন করব? কীভাবে যাবে? না, দাজ্জাল উড়তে জানে না। দাজ্জালের বাহন থাকবে। আসুন দেখি, রাসুল (স) কী বললেনঃ
“তার বাহন হবে একটি সাদা গাধা। যার ২ কানের দৈর্ঘ্য ১৭৫ গজ।”
সাহাবিরা অবশ্যই আশ্চর্য হলেন। বললেন,“দাজ্জাল কীভাবে ভ্রমন করবে?”
রাসুলের উত্তরঃ “মেঘ যেভাবে আকাশে ভেসে বেড়ায়।”
রাসুল (স) আর কত স্পষ্ট করে উত্তর দিতে পারতেন, সাহাবীদের অবিশ্বাস না জাগিয়ে? আমাদের কি সন্দেহ আছে, বাহনটি কী? গাধা বলতে তিনি বাহনটিকে অপমান করেছেন। কিন্তু বাহনটি কী? যার ২ কান মিলে ১৭৫গজ=১৬০ মিটার। ২টি পাখা! প্লেন! যেটা আকাশে মেঘের মত ভেসে বেড়াতে পারে।
দাজ্জাল কেন লুদ এ যাচ্ছিলেন পালানোর সময়? তিনি কোন জায়গায় মারা যাবেন জানেন? সে জায়গাটাতে এখন কী আছে জানেন?চিত্রটা দেখুন, সেই জায়গাটা এখন ইসরায়েল এর বৃহত্তম এয়ারপোর্ট Lydda Airport যার অপর নাম Ben Gurion Airport-এর মেইনগেট। এত জায়গা থাকতে দাজ্জাল কেন একটা এয়ারপোর্ট এর দিকে পালাবে, আর এয়ারপোর্ট এ ঢুকতে গিয়ে মারা গেল? কেন? কারণ... মে বি, তার সেখান থেকে পালানোর প্রয়োজন হবে, আর তার জন্য দরকার তার প্লেন..?
দাজ্জালের আগমনের আভাসঃ
১/ মুসলিম হয়েও নিয়মিত নামায আদায় করবে না।
২/ মানুষ সহজেই মিথ্যা বলবে।
৩/ দুনিয়ে বেশি গুরুত্ব পাবে।
৪/ মানুষ সহজেই সুদ নিবে/দিবে।
৫/ ঘুষ হবে খুবই স্বাভাবিক।
৬/ শাসক সম্প্রদায় হবে দুর্নীতিপরায়ণ।
৭/ বিশ্বব্যাপী ব্যভিচার বৃদ্ধি পাবে।
৮/ নারীরা স্বল্প বসন পড়তে লজ্জিত হবে না।
৯/ বৃদ্ধদের উপর শ্রদ্ধা কমবে।
১০/ অনেকেই শয়তানের পুজা করবে।
১১/ অনেক বড় দুর্ভিক্ষ হবে পৃথিবীতে।
১২/ বেড়ে যাবে incest.
১৩/ গালিলি সাগরের (Galilee Sea) পানি শুকিয়ে যাবে। {এখন অনেক নেমে গেছে/ যাচ্ছে পানির লেভেল}
১৪/ একই রমযান মাসে একটি সূর্য আর একটি চন্দ্র গ্রহণ হবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.