নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মালিক, তুমি জান্নাতে তোমার কাছে, আমার একটা ঘর বানিয়ে দিও ।আমিন।।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি

পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি › বিস্তারিত পোস্টঃ

অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সর্বোত্তম জেহাদ।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ কি খারেজি!!?
হাল জমানার নব্য সালাফিরা( তথা কথিত আহলে হাদিসরা) বলে থাকে, শাসকের বিরোধিতা করাই হচ্ছে খারেজিদের স্বভাব। যারাই শাসকের বিরোধিতা করে তাদেরকে সরকারি সালাফিরা ঢালাও ভাবে খারেজি বলে ফতোয়া দেয়া শুরু করেন… হোক সে শাসক কাট্টা কাফের কিংবা মুরতাদ বা নাস্তিক …
অথচ, জালিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ মানেই সেটা খুরুজ নয়। শাসকের বিরোধিতা মানেই খুরুজ নয়, এই সহজ বিষয়টি এসকল জ্ঞানপাপী আলেমরা হয় জানেন না অথবা জেনেও প্রকাশ করেন না।
নিজেদের জাহির করে আহলে হাদীস নামে অথচ হাদীসই মানেনা । নিচে জালিম শাসকের বিষয়ে মাত্র একটি হাদীস দিলাম---
সাহাবি আবু উমামা বাহেলি (রা.) থেকে বর্ণিত, বিদায় হজে প্রথম জামারায় পাথর নিক্ষেপের সময় এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! কোন জিহাদ সর্বোত্তম? রাসুল তাকে এড়িয়ে গেলেন। দ্বিতীয় জামারায় গিয়েও তিনি একই প্রশ্ন করলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও একইভাবে এড়িয়ে গেলেন। তৃতীয় জামারায় গিয়ে পাথর নিক্ষেপের পর রাসুল জিজ্ঞেস করলেন, ‘প্রশ্নকারী ওই ব্যক্তি কোথায়?’ ওই ব্যক্তি সামনে বেড়ে বললেন, আমি হে আল্লাহর রাসুল। তিনি বললেন, ‘অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা।’ [মুসনাদ আহমদ : ১৮৮৩০; নাসাঈ : ৪২০৯]
((পুরো আর্টিক্যালটি পড়ুন এবং বুঝে নিন সালাফিরা কাদের পতিনিধিত্ব করছে । তাদের ইসলাম বিরোধীতা ও হাদীস অস্বীকৃতির জন্য ৪বছর আহলে হাদীস মাযহাবে থেকেও আমি ফিরে আসলাম))
আহলুস সুন্নাহ’র আলেমদের মতে খাওয়ারিজদের রয়েছে কিছু বিশেষ সিফাত।

শাসকের বিরোধিতা মানেই কেউ খাওয়ারিজ হয়ে গেল এমনটা কখনই নয়…

আর শাসক যদি কাফের হয় তখন বিরোধিতা তো ওয়াজিব…

কিন্তু এখানে আমরা কাফের শাসকদের ব্যাপারে আলোচনা করব না, ইতঃপূর্বে তা বিস্তারিত হয়েছে…

এখানে সরকারি সালাফি ও তাদের ভক্তবৃন্দের জন্য একটি চিত্তাকর্ষক বিষয় নিয়ে আসা হচ্ছে।

মূল অংশঃ

ইমাম আহমাদ ইবনে নসর আল খুজায়ী রহ., আব্বাসিয় খলিফা ওয়াসিক আল আব্বাসির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেন।

আব্বাসিয় খলিফা ওয়াসিক আল আব্বাসি একজন মুসলিম শাসক ছিলেন, তথাপি –

ইমাম আহমদ রহ. খলিফা ওয়াসিক আল আব্বাসীর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে ইমাম আহমদ ইবনে নছর আল খুজায়ী রহ. এর প্রশংসা করেন।

আহমদ ইবনে নাছর রহ. সম্পর্কে আহমাদ ইবনে হাম্বল রহ. বলেন,

“আল্লাহ তাআ’লা তাঁর প্রতি রহম করুন! আল্লাহর জন্য নিজের জান বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর চেয়ে উদার মানুষ আর হতে পারেনা।

তিনি আল্লাহর জন্য নিজের জান বিলিয়ে দিয়েছেন।”

(আল বিদায়া ওয়ান নিহায়া- ১০/৩০৩)

ডাউনলোডঃ
মহান মুজাহিদ ইমাম আহমাদ বিন নাসর আল খুজা’ঈ সম্বন্ধে বিস্তারিত জানতে এই অসাধারণ লেখাটি পড়ূন… ৮ পৃষ্ঠা মাত্র – http://docdro.id/K40IAYD

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.