নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্যের পথে, মানবতার পথে

মেহেদী হাসান ''

সময় পাপ।সময় পূণ্য।সময় ঘাতক।সময় চিকিৎসক।

মেহেদী হাসান '' › বিস্তারিত পোস্টঃ

রঙিন সুতা

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ফুটি ফুটি করেও ফুটলনা রজনীগন্ধা।

এইতো সেদিনের কথা-

তুমি আমার পাশে বসে বাদাম খাচ্ছিলে,

আর আমায় খোসা ছুড়ে মারছিলে,

খুবই আনন্দ হচ্ছিল তোমার।

আমি বার বার সরে যাচ্ছিলাম

তোমার ঢিলগুলো হচ্ছিলো লক্ষ্যভ্রষ্ট,

হঠাৎ করেই আমার ঢিলে ঢালা চশমা খুলে পরে গেল।

তারপরেই তোমার ঢিলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করে,

তাইতো দেখি দেখি করেও হল না জ্যোৎস্না দেখা।



এইতো সেদিনের কথা-

অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল,

এক ছাতার নিচেই দুজন হাঁটছিলাম,

হঠাৎ করেই দমকা হওয়া ছাতা উড়িয়ে নিয়ে গেল,

আমি কিন্তু খুশিই হয়েছিলাম,

বন্ধ চোখে স্বপ্ন বুনেছিলাম বৃষ্টিবিলাসের,

চোখ মেলে দেখি তুমি ঘরে পৌছে গেছ,

আমি মধ্য উঠনে ভিজে একাকার।

খুব কষ্ট পেয়েছিলাম,

হায়! হতে হতেও হল না আমার বৃষ্টিবিলাস।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মামুন রশিদ বলেছেন: :)

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

লক্ষ্মীছাড়া বলেছেন: ভালো লেগেছে

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫

মেহেদী হাসান '' বলেছেন: ধন্যবাদ লক্ষ্মীছাড়া

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

১ ম + রইল।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬

মেহেদী হাসান '' বলেছেন: কান্ডারী অথর্ব ভাই আপনাকে ধন্যবাদ

৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯

শীমুল শরীফ বলেছেন: দারুন

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

মেহেদী হাসান '' বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.