![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপর্যাপ্ত আক্সিজেন, সীমাহীন শ্বাস কষ্ট।
এটাই আমার বেঁচে থাকার প্রেরণা।
না, আমারা হাঁপানি হয়নি,
আমি নিউমোনিয়ায় আক্রান্তও নই।
এই যান্ত্রিক সমাজে-
আমি এক ছুটে চলা পথিক।
পথে পথে অর্থের সন্ধানই আমায় বাঁচিয়ে রেখেছে,
অপর্যাপ্ত অর্থে আমি শ্বাসকষ্টে ভুগি,
পাকস্থলী গরম হয়ে যায়,
অন্নের সন্ধান আমায় পথিক বানিয়েছে।
অন্নের সন্ধানই তাই আজ বেচে থাকার প্রেরণা।
অর্থই আজ অক্সিজেন।
বুক ভরে শ্বাস নেবার ইচ্ছাই আজ স্বপ্ন-আশা,
কিংবা বেদুইনের চোখে ভেসে ওঠা অর্থহীন মরীচিকা।।
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯
মেহেদী হাসান '' বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: অর্থই আজ অক্সিজেন-কঠিন সত্য।
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
মেহেদী হাসান '' বলেছেন: আসলেই, একটু অন্তর দৃষ্টি খুললেই খুব স্বচ্ছভাবে ব্যপারটি দেখা যায়। ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
সমুদ্র কন্যা বলেছেন: খুব কঠিন একটা কথা বলে ফেলেছেন। ভাল লাগল।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মেহেদী হাসান '' বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
তুষার মানব বলেছেন: চমৎকার হয়েছে
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩
মেহেদী হাসান '' বলেছেন: ধন্যবাদ তুষার মানব
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
সোনা মানিক বলেছেন: "বুক ভরে শ্বাস নেবার ইচ্ছাই আজ স্বপ্ন-আশা,
কিংবা বেদুইনের চোখে ভেসে ওঠা অর্থহীন মরীচিকা।।"
শেষ লাইন দুটি চরম সত্যি ।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
মেহেদী হাসান '' বলেছেন: চরম সত্যি
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর