![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি নিয়ে কখনোই উত্তেজনা সৃষ্টি হয়নি আমার মধ্যে! 'রাজনীতি' যদি মেয়ে হতো, অন্তত বন্ধুরা আমাকে বলে বেড়াতো, "এতকিছু হচ্ছে তবুও তোর ফীল আসেনা কেন?" আমি এককথায় উত্তর দিতাম, "আমি গে!"
যাইহোক, প্রথম-আলোর কল্যাণে এইতো সেদিন জানলাম আমাদের দেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নাম তারানা হালিম| তিনি ফেসবুক বন্ধ করে দিছেন, কেননা এতে মিথ্যাচার, আজেবাজে পেইজের দৌরাত্বে মানুষের কাছে মিথ্যে তথ্য পৌঁছাচ্ছে এবং নারীদের হেয়-পতিপন্ন করা হচ্ছে|
খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার হালিম আফা(!) আমরা দুঃখিত, আমি আবারো নির্বাক থেকেই ব্যাপক বিনুদুন পেলাম| আবু ভাইয়ের ভ্যাট, সজীব মামার গুগল আবিষ্কারের মতো সমান মনোরঞ্জনের জন্য| আচ্ছা মানলাম, ফেসবুকের উপযুক্ত নই আমরা! আমরা তো আপনাদের সন্তানদের মতো বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিনাই, কোনটা সত্যি কোনটা মিথ্যা এসব বুঝিনা| মূর্খতা, অজ্ঞতায় পরিপূর্ণ আমরা| তাই দিনের শুরু কিংবা যেকোনো সময় 'কেমন আছো বন্ধুরা' লিখার উপর আরোপ চেপে দিয়েছেন|
আপনাদের সন্তানের বিনোদনের জন্য, নাইট ক্লাব, ক্যাসিনো, পাঁচ তারকা হোটেলের রুম পড়ে রয়েছে তাছাড়াও আপনাদের মিরপুরের ফ্ল্যাট ছাড়াও বনানী-গুলশানে এপার্টমেন্ট রয়েছে, যেখানে যখন ইচ্ছে তখনই ঐশী হওয়া যায়|
আচ্ছা , ফেসবুকের ব্যবহার আমরা ঠিক মতো করতে পারিনি! কিন্তু হোয়াটস এপ আপনাদের কি করছে???
হালিম আফা(!) মাঝেমাঝেই একা অনুভব করি, স্বাছ্যন্দবোধ করতেই ঢু মারি এসব সামাজিক সাইটে.... আমাদেরও বিনোদনের দরকার রয়েছে কারণ আমরাও মানুষ!
অবশেষে, সাধারণ বুদ্ধিজ্ঞান রাখুন নিজেদের মধ্যে! রাজনীতি নিয়ে অনুভূতি না থাকলেও নিজের অধিকার নিয়ে অনেকটাই অনুভূতি রয়েছে আমার বা আমাদের মধ্যে...
২| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
আব্দুল্যাহ বলেছেন: আপনি ব্যবহার না করলে কি হবে, পুলক সাহেব কিন্তু ঠিকই সেলফি আপ করছে তাও দেশে থেকে ফেসবুকে
৩| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
আপেক্ষিক মাহাদি বলেছেন: আমরাই মানুষ! আর এসব রাজনীতিবিদরা মানুষের মত দেখতে কিন্তু এদের বুদ্ধি-সুদ্ধি কোনো প্রাণীর সাথে যায়না...
৪| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
আপেক্ষিক মাহাদি বলেছেন: আব্দুল্লাহ ভাই, ফেসবুক তো আমিও দেশে থেকেই ব্যবহার করছি! সেটা প্রক্সি সাইট থেকে কিংবা অন্য কোনো ব্রাউজার থেকে কিন্তু আমার অতি স্মার্ট নয় এমন অনেক বন্ধুরাতো ফেসবুকে আসতে পারছেনা...
ভাই হাসিয়েননা, আমি পুলক সাহেব টা কে চিনিনা....
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
সপ্ন বালক বলেছেন: আমরা ভাই মানুষ না।
বাংলাদেশী (এর সংজ্ঞা আমার জানা নাই)।