নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

THE WORLD FILLED WITH NICE PEOPLE, IF YOU CAN\'T FIND ONE? BE ONE....

আপেক্ষিক মাহাদি

আপেক্ষিক মাহাদি › বিস্তারিত পোস্টঃ

অনুগ্রহ করে একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিন.....

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

ছোটবেলায় একটা হিন্দি গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল! গানটির শিরোনাম, 'প্যায়ার কিয়া তো নিভানা...' আমি তো বেশ ছোট ছিলাম তাই গানটার আংশিক অর্থ বুঝতে পারতাম, পুরোটা নয়| মামার বাসায় ক্যাসেট প্লেয়ারে কিংবা চিড়া-মুড়ি বিক্রি করতে এমন হকারদের মাইকে অথবা হিন্দু প্রতিবেশীদের বিয়ে বা পূজায় বাজতো এই গানটি!
আমি যেহেতু আংশিক অর্থ বুঝতে পারতাম গানটির অর্থ তেমনি পুরোপুরিই মনে করতে পারছিনা এটা কোন মুভির গান এবং কে কে গেয়েছিলো! অবশ্য 'জয় মামা'র ঘুগলে(!) সার্চ করলে আমি সব তথ্যই পেয়ে যাবো! দুঃখিত পাঠক সমাজ .... আমি একটু আলসে তো, তাই উপাত্তসমুহ দিতে পারছিনা|
যাইহোক, 'প্যায়ার কিয়া তো' মানে 'প্রেম করছো তাহলে...' কিন্তু "নিভানা" মানে তো "নিভানো"| তাহলে পুরো মানে দাড়াচ্ছে, 'প্রেম করছো, তাহলে নিভাও!' কিন্তু এটা কোনো অর্থ হলো! এখানে নিভানোর কি আছে প্রেম/ভালোবাসায়? মাথায় সবসময় ঘোরাফেরা করতে থাকতো এই প্রশ্ন.... মাথা চুলকিয়ে ঘাঁ বানিয়ে ফেলছিলাম কিন্তু এই "নিভানা" শব্দের কূল-কিনারা খুঁজে পায়নি তখনো!
অনেক বছর পর আপনা-আপনি বুঝতে পারলাম এই "নিভানা" শব্দের অর্থ পালন করা অর্থাৎ এই প্রেমকে দায়িত্বের সাথে ধরে রাখা এসব আর কি!!!
মূল প্রসঙ্গে আসি, সম্প্রতি আমাদের সরকার সামাজিক যোগাযোগের প্রায় সব মাধ্যমগুলোকে বন্ধ করে দিয়েছে! বিভিন্ন যুক্তি দেখিয়ে এমনটা করেছে তারা! বেশ ভালো সিদ্ধান্ত নাকি এটা এবং এর ফলাফল'ও নাকি বেশ ফলপ্রসূ! এবং তারানা হালিম এটাও বলেছেন, এসব সাইট বন্ধ করাতে কেউ কোনো প্রকার অভিযোগ করেননি, সবাই এটাকে সমর্থন করেছে!
দুঃখিত, আমি সমর্থন করছিনা এমন মানবাধিকার লংগন করার মত কাজকে| বাক-স্বাধীনতা কেড়ে নেয়ার মত জঘন্য অপরাধকে|
রাজনীতির মত নোংরা নীতি নিয়ে কখনোই কৌতুহল ছিলনা আমার, সেটা যে দেশেরই হোক! এতএব এসব কূটনীতির সাথে সামাজিক যোগাযোগ মিশাতে গিয়ে নিভানা কে নিভানো মনে করার কোনো কারণ নেই!
অবৈধ সরকার'ই বলবো এই সরকারকে! ক্ষমতার লালসায় পড়ে আছে এরা ঠিক আছে কিন্তু ব্যাক্তিগত কাজকর্মে হস্তক্ষেপ হাস্যকর আর বোকামি ছাড়া কিছুই নয়! তারানা একটা গ্রহণযোগ্য যুক্তি দেখাক, অন্যকেও, VPN দিয়ে এসব সাইট ব্যবহার করলেও আমি ফেসবুক, হোয়াইটস এপ ব্যবহার বন্ধ করে দিবো....
আমি আবারো বলছি, একটা গ্রহণযোগ্য কারণ বলুন!
নিভানা মানে নিভানো নয়...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

মাকড়সাঁ বলেছেন: নিভানা মানে নিভানো নয়...

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

আপেক্ষিক মাহাদি বলেছেন: hmm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.