নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

THE WORLD FILLED WITH NICE PEOPLE, IF YOU CAN\'T FIND ONE? BE ONE....

আপেক্ষিক মাহাদি

আপেক্ষিক মাহাদি › বিস্তারিত পোস্টঃ

পৌরশহরে....

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

সংগ্রহীত একটি জোকস্ দিয়ে শুরু করি...
"পথচারী: এই রিকশা যাবা?
রিকশাওয়ালা: হ যামু....
পথচারী: তো যাও! দাড়ায়া আছো ক্যান?"
.
.
.
আজকাল রাস্তায় বের হওয়ায় যাচ্ছেনা, মাইকের অত্যাচারে| তবুও মেনে নেয়া যেত যদি রিকশা, ভ্যান বা ইজিবাইকে সামনের দিকে একটি করে মাইক থাকতো! নেতারা হয়তো মানতে নারাজ.... সামনে দিয়ে অর্ধেক কথা শুনে বাকিটুকু শুনবেননা তা কি হয়? তাই সামনে পেছনে দুদিকেই মাইক!
এসব বাড়াবাড়ি আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য! দলীয় প্রার্থীর জন্য দলীয় মার্কা থাকলেও অন্যান্য পদের মার্কাগুলো কিন্তু মারাত্মক ব্যতিক্রম| যেমন, ব্ল্যাকবোর্ড, মুলা, গাজর ইত্যাদি!
সকালে আমার ঘুম ভাংগার আগে থেকেই ভ্যান, রিকশা মাইক নিয়ে বেড়িয়ে পড়ে! ঘুমের ঘোরে শুনছিলাম কিন্তু বিশ্বাস করতে চাইছিলামনা, "টুটু ভাইয়ের সালাম নিন, 'ব্ল্যাক হর্স' মার্কায় ভোট দিন! তোমার আমার মার্কা 'ব্ল্যাক হর্স' মার্কা...." রীতিমত অবাক হলাম, ব্ল্যাক হর্স!!! এটা তো এনার্জি ড্রিংকস, ক্যামনে কি? তারপর ঘুম থেকে উঠে রাস্তায় বিদ্যুতের খুঁটিতে লাগানো পোস্টারে দেখলাম আসলে টুটু ভাইয়ের মার্কা হচ্ছে ব্ল্যাকবোর্ড! কিঞ্চিত লজ্জ্বাও পেলাম! আবার ভালোও লাগলো(!)... গনতন্ত্রের চর্চা হচ্ছে আবারো|
অন্তত পরিবেশ তো বেশ পরিছন্ন! বিচার মেনেও যারা তালগাছ নিয়ে নিয়েছিলেন, তাদের চেলাপেলারা হয়তো নির্বাচনের দিন ব্যালট বক্সের দায়িত্বে থেকে মরা রহিমের ভোট টা দিয়ে দিবে! তাতে অবশ্য আমার কিছু আসে যায়না.... যাদের এসে যায় তারা হয়তো বলবে, আমরা জামাত, বিএনপি বা আওয়ামী লীগ করিনা| আমরা গনতন্ত্রের সঠিক চর্চা দেখতে চাই, ক্ষুধা, দারিদ্র্য মুক্ত একটি দেশ দেখতে চাই ইত্যাদি ইত্যাদি |
প্রথমে লেখা কৌতুকটি পড়ে একটু হেসেছিলাম তারপর ভাবলাম রিকশাওয়ালা পথচারীকে নিশ্চয় মনে মনে গালিগালাজ করেছে অথবা সে'ও হেসেছে!
আমরা মানে আমজনতা হচ্ছে সেই রিকশাওয়ালা আর আমাদের সরকার সেই পথচারী| আমরা মনে মনে গালি দেই, প্রকাশ্যে দেইনা! ভয় লাগে, গুন্ডা লেলিয়ে যদি গুলি মারে....
আবার হাসতেও পারি, হাসার মত অজস্র উদাহরণ রয়েছে| একটা বলি, যদি কোনো মটরসাইকেল আরোহী যদি পুলিশ বা এজাতীয় বাহিনীর ইশারা বা ডাকে না থামে তবে ঐসব বাহিনী ঐ আরোহীকে গুলি করতে পারবে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.