| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেরাতে শহরের সব আলো
নিভিয়ে দেওয়া হবে আমার অনুরোধে
প্রতিটি ফটকের তালা খুলে যাবে
আর তৈরি হবে অসংখ্য নির্জন রাস্তা
মানুষগুলো বেরিয়ে আসবে নেশাগ্রস্ত-... ব্যক্তিগত ঘোর ছেড়ে
সব কাজ ব্যস্ততা রেখে হাঁটতে শুরু করবে
আহ্! একটু আঁধার আর আড়ালের জন্য কত কেঁদেছে তারা!
সেরাতে তারা পৌঁছুবে হৃদয়ের গহীনতম নিবিড়ে
আর অসহ যন্ত্রণা হতে থাকবে তাদের সমগ্রে
একে একে খুলে পড়বে খোলসগুলো, তারা চিনবে তাদের অস্ত্বিত্ব
পড়িমরি ছুটবে তারা আর রাস্তার শেষে
একটা ভয়ানক ব্ল্যাকহোলের মত কালো পুকুরের পানিতে
ডুবে মারা যাবে সবাই
...
পরদিন চোখ ধাঁধাঁনো আলোয় ঝকমক করবে সারা শহর
আর সবাই সবাইকে খুব...
ভালবাসবে... ব্যক্তিগত ঘোর ভুলে
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০২
আমি অপদার্থ বলেছেন: খুব ভালো লাগলো।